মার্চ ১৭, ২০২৪ ১৮:৩৮ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

নাইজারের নয়া সরকার সেদেশে মার্কিন সামরিক উপস্থিতি সংক্রান্ত চুক্তি বাতিল করে দিয়েছে।

নাইজারের সামরিক পরিষদের মুখপাত্র কর্নেল মেজর আমাদু আবদ্রামে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, এখন থেকে নাইজারে আমেরিকার সামরিক উপস্থিতি অবৈধ হিসেবে গণ্য হবে এবং এ সংক্রান্ত সামরিক চুক্তি ছিল জাতীয় স্বার্থের পরিপন্থী।

তিনি বলেন, দুই দেশের মধ্যে ২০১২ সালে স্বাক্ষরিত চুক্তিটি নাইজারের উপর চাপিয়ে দেয়া হয়েছিল এবং এতে সাংবিধানিক ও গণতান্ত্রিক নিয়ম-রীতি লঙ্ঘন করা হয়েছিল। তিনি বলেন, এই অন্যায় চুক্তিতে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হয়নি।

প্রায় সাত মাস আগে নাইজারের সেনাবাহিনী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়। এর ফলে সেদেশে ফ্রান্সের সামরিক উপস্থিতির অবসান ঘটে।

নাইজারের পাশাপাশি মালি ও বুরকিনাফাসোর সামরিক সরকারও পশ্চিমাদের আধিপত্য ক্ষুণ্ণ করার পদক্ষেপ নিয়েছে। এর ফলে আফ্রিকা মহাদেশে ইউরোপ ও আমেরিকার প্রভাব অনেকটাই কমে এসেছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ