অস্থায়ী বন্দর ব্যবহার করে গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের পরিকল্পনা নেতানিয়াহুর
(last modified Thu, 21 Mar 2024 08:55:19 GMT )
মার্চ ২১, ২০২৪ ১৪:৫৫ Asia/Dhaka
  • বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মধ্য গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে সমুদ্র উপকূল দিয়ে হাঁটছে।
    বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মধ্য গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে সমুদ্র উপকূল দিয়ে হাঁটছে।

মার্কিন সরকার অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের যে উদ্যোগ নিয়েছে সেটিকে ব্যবহার করে ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কারের পরিকল্পনা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি বার্তা সংস্থা কান নিউজ জানিয়েছে, নেতানিয়াহু ইসরাইলি পার্লামেন্ট নেসেটের এক রুদ্ধদ্বার অধিবেশনে বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কার করতে এই জেটি ব্যবহার করা যাবে। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত অন্যান্য দেশ ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি না জানাচ্ছে ততক্ষণ তাদেরকে গাজা থেকে বহিষ্কার করতে কোনো বাধা নেই।

ইহুদিবাদী ইসরাইল গাজার স্থল সীমান্ত ক্রসিংগুলো দিয়ে এই উপত্যকায় খাদ্য ও ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় সাম্প্রতিক সময়ে এই উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সরকার ওই ক্রসিংগুলো খুলে দিতে তেল আবিবকে বাধ্য করার পরিবর্তে গাজার ভূমধ্যসাগর উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করে সেখান থেকে সাগরপথে এই উপত্যকায় ত্রাণ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, তার দেশের সেনারা ওই বন্দর নির্মাণ করলেও তারা মাটিতে নামবে না।

ওই বন্দর নির্মাণের পেছনে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে গোপন কোনো পরিকল্পনা থাকা অস্বাভাবিক নয়। এমনকি অনেক পর্যবেক্ষক মনে করছেন, আমেরিকা আসলে ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ করে ইসরাইলকে সুবিধা করে দেয়ার জন্য গাজার উপকূলে নিজের জন্য একটি সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায়।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ