এপ্রিল ১২, ২০২৪ ১৫:০৯ Asia/Dhaka
  • নাইজারে সেনা প্রশিক্ষক নিয়োগ করলো রাশিয়া

সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের অস্ত্র সহায়তা দেয়ার জন্য নাইজারের সেনা প্রশিক্ষক মোতায়েন করেছে রাশিয়া। এ লক্ষ্যে বুধবার রাশিয়ার একটি সামরিক কার্গো বিমান একদল সামরিক প্রশিক্ষক ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে নাইজারে অবতরণ করে।

গতকাল নাইজারের সরকারি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার সামরিক কার্গো বিমান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম খালাস করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ সামরিক কর্মকর্তা আরটিএন টেলিভিশন চ্যানেলকে বলেন, আমরা এখানে নাইজারের সেনাদের প্রশিক্ষণ দিতে এসেছি যাতে রাশিয়া এবং নাইজারের মধ্যে সামরিক সম্পর্ক বাড়ানো যায়।

রাশিয়ার আরেক সামরিক কর্মকর্তা রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে বলেন, “সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে আমাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা এখানে এসেছি।”

রুশ সেনা কর্মকর্তা বলেন, আফ্রিকান কোর এখানে নাইজারের সামরিক বাহিনীর সাথে সম্পর্ক বৃদ্ধি করবে এবং যৌথভাবে দেশটির সামরিক বাহিনীকে গড়ে তুলবে ও প্রশিক্ষণ দেবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নাইজারে সেনাদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি তবে আরটিএন ফেইসবুক পোস্টে দাবি করেছে, রাশিয়ার প্রশিক্ষকরা নাইজারে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্সটল করবে।

নাইজারের অন্তর্বর্তীকালীন সেনা শাসক আবদুর রাহমানে তিচিয়ানি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে সাহেল অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টাকে সমন্বয় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিচিয়ানি ক্ষমতা দখলের পর নাইজার থেকে পশ্চিমা সেনা বহিষ্কার করা হয়েছে এবং পুরনো মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। এর অংশ হিসেবে গত ১০ মার্চ নাইজার থেকে মার্কিন সেনা বহিষ্কারে ডিক্রি জারি করেন তিচিয়ানি কিন্তু আমেরিকা নিজেদের সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২

ট্যাগ