এপ্রিল ১৯, ২০২৪ ১৫:০০ Asia/Dhaka
  • আমেরিকার ভেটোর কারণে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পেল না ফিলিস্তিন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেটো দিয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা। এর ফলে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দেয়া সত্ত্বেও এ সংক্রান্ত প্রস্তাব পাস হতে পারেনি। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত ছিল।

আমেরিকা এমন সময় ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ আটকে দিল যখন ওয়াশিংটন গত তিন দশকেরও বেশি সময় ধরে জোর গলায় ফিলিস্তিন সংকটের ‘দুই রাষ্ট্র-ভিত্তিক’ সমাধানের দাবি করে আসছিল। 

অর্থাৎ মার্কিন সরকার বলে আসছিল যে, ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে হবে। কিন্তু বৃহস্পতিবার রাতের ভোটাভুটিতে ভেটো প্রদানের মাধ্যমে সাম্রাজ্যবাদী আমেরিকা নিজের মুখোশ উন্মোচন করে বলে দিল যে, ওয়াশিংটন মুখে যাই বলুক না কেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সে  আত্মপ্রকাশ করতে দেবে না।

ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। ২০১১ সালে ফিলিস্তিন প্রথম জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের আবেদন করেছিল; কিন্তু আমেরিকার বিরোধিতার কারণে তখন সে আবেদন প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ফিলিস্তিন।

গত অক্টোবর মাসে গাজায় ইসরাইলি ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ফিলিস্তিনের প্রতি সৃষ্ট সহানুভূতির পরিপেক্ষিতে চলতি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষ থেকে আবার ওই আবেদন উত্থাপিত হয়। বৃহস্পতিবার রাতে ওই আবেদনকে ভোটাভুটির জন্য খসড়া প্রস্তাব আকারে নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়। কিন্তু বেশিরভাগ দেশের সম্মতি থাকা সত্ত্বেও আমেরিকার ভেটোর কারণে তা পাস হতে পারল না।

জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য দেশগুলো এই সংস্থার বেশিরভাগ বৈঠকে অংশ নিতে পারলেও ভোট দেয়ার ক্ষমতা থেকে বঞ্চিত। ফিলিস্তিন ছাড়াও ভ্যাটিক্যান জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ