রুশবিরোধী যুদ্ধ
‘কেউ এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয়’
ইউক্রেনের সামরিক বাহিনীর নাৎসিবাদী আজভ ব্যাটালিয়নে যুদ্ধরত একজন সেনা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের কেউ এখন আর সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না।
নিকো নামের এ সেনা সদস্য ইউক্রেনের টিএসএন অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, তিনি যুদ্ধক্ষেত্রে মারাত্মক আহত হয়েছেন এবং পা হারিয়েছেন। তারপরও তাকে যুদ্ধ করতে হচ্ছে কারণ তার জায়গায় যুদ্ধে যাওয়ার কোনো লোক নেই। তিনি বলেন, ইউক্রেনের কোন ব্যক্তি এখন আর সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না।
ইউক্রেনের এই সেনা বলেন, যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই টিসযা নদীতে ডুবে মারা যাচ্ছে।
সম্প্রতি ইউনক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় এক ডজন সেনা এই নদীতে ডুবে মারা গেছে। নিকো মূলত এ কথার মধ্যদিয়ে সেই দিকে ইঙ্গিত করেছেন।
গত মাসে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছিল, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত টিসযা নদীতে ২২ জন সেনা ডুবে মারা গেছে। টিসযা নদী ইউক্রেন-রোমানিয়া সীমান্তে অবস্থিত। যুদ্ধ থেকে বাঁচার জন্য এসব সেনা এই নদী পাড়ি দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছিল।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২৯
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন