নর্থ ক্যারোলাইনায় সন্দেহভাজনের গুলিতে ৪ পুলিশ নিহত, আরো ৪ জন আহত
https://parstoday.ir/bn/news/world-i137154-নর্থ_ক্যারোলাইনায়_সন্দেহভাজনের_গুলিতে_৪_পুলিশ_নিহত_আরো_৪_জন_আহত
আমেরিকার নর্থ ক্যারোলাইনায় স্টেইটে সন্দেহভাজন তিন ব্যক্তির গুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। আমেরিকায় গত কয়েক দশকের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি অন্যতম প্রাণঘাতী হামলা। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ৩০, ২০২৪ ১৯:১৬ Asia/Dhaka
  • ঘটনাস্থলে পুলিশ
    ঘটনাস্থলে পুলিশ

আমেরিকার নর্থ ক্যারোলাইনায় স্টেইটে সন্দেহভাজন তিন ব্যক্তির গুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। আমেরিকায় গত কয়েক দশকের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি অন্যতম প্রাণঘাতী হামলা। 

গতকাল (সোমবার) নর্থ ক্যারোলাইনার চারলোটে আত্মগোপনে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ধরতে গেলে তার কাছে থাকা আগ্নয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে এসব পুলিশকে হতাহত করে।

পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়িতে পৌঁছানো মাত্রই তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে চার পুলিশ নিহত এবং চারজন আহত হন। মার্কিন গণমাধ্যম বলছে, পুলিশের বিরুদ্ধে গোলাগুলিতে আরো দুই ব্যক্তি অংশ নেন।

পরে অতিরিক্ত পুলিশ সেখানে পাঠানো হয় এবং তারা ওই বাড়িতে ব্যাপক হামলা চালিয়ে বন্দুকধারীদেরকে আটক করে। প্রায় তিন ঘন্টা বন্দুকযুদ্ধের পর এই অচলাবস্থার অবসান ঘটে। এই ঘটনায় আরো দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ এ ঘটনাকে চারলোটের জন্য বেদনাদায়ক দিন বলে অভিহিত করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০