শ্রমিকের অধিকার নিয়ে ইমাম (আ)'দের চারটি হুঁশিয়ারি
(last modified Wed, 01 May 2024 13:41:13 GMT )
মে ০১, ২০২৪ ১৯:৪১ Asia/Dhaka
  • শ্রমিকের অধিকার নিয়ে ইমাম (আ)'দের চারটি হুঁশিয়ারি

আহলে বাইতদের ইমামদের দৃষ্টিতে একজন শ্রমিকের কাজের কর্মক্ষমতা যাতে সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি পায় তার জন্য সেই পরিবেশ তৈরি করা একটি গুরুত্বপূর্ণ কাজ। হাদিসে বলা হয়েছে : مَن‌ ظَلَمَ‌ اَجیراً اَجرَهُ اَحبَطَ اللهُ عَمَلَهُ وَ حَرَّمَ عَلَیهِ ریحَ الجَنَّة؛ (1 (মান জালাম আজিরাহ আজরাহো আহবাতাল্লাহু আমলাহু ওয়া হারাম আলাইয়েহ রিহা আল-জান্নাহ)

"যদি কেউ একজন শ্রমিকের উপর অন্যায় করে, তার মজুরি এবং তার বেতনের ব্যাপারে  অন্যায় করে তবে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে।"

ইসলামি হাদিসে এবং বিশেষ করে আহলে বাইতের ইমামদের দৃষ্টিতে পরিশ্রমকে এমন একটি কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে যেটি ইহকাল ও পরকালে এর ব্যাপক গুরুত্ব রয়েছে এবং এ বিষয়ে অনেক সুপারিশও করা হয়েছে। নিজ পরিবারের ভরণ-পোষণের জন্য যে কাজ বা শ্রম দেয়া হয় তাকে জিহাদের মর্যাদা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক শ্রম দিবসে, আমরা আহলে বাইত  ইমামদের চারটি সুপারিশ উল্লেখ করছি:

১. কাজের আগে মজুরি নির্ধারণ

 প্রথম ইমাম এবং নবী মোহাম্মদ (সা)'র প্রতিনিধি ইমাম আলী (আঃ) বলেছেন, "আল্লাহর নবী মজুরি নির্ধারণের আগে কোনো শ্রমিককে নিয়োগ করতে নিষেধ করেছেন।" (মান লা ইয়াহদুরুহু আল-ফকিহ, খণ্ড ৪, পৃ. ১০)

২. ঘাম শুকানোর আগে মজুরি প্রদান

 ইমাম জাফর সাদেক (সাঃ) বলেছেন, "তাদের (শ্রমিকদের) ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করুন।" (আল-কাফি, খণ্ড ৫, পৃ. ২৮৯)

 ৩. একজন খ্রিস্টান, মুসলিম এবং অন্যদের মধ্যে কোন পার্থক্য নেই

একজন অন্ধ বৃদ্ধ ভিক্ষা করছিলেন। যখন ইমাম আলী (আ.) জিজ্ঞাসা করলেন কেন তিনি ভিক্ষা করছেন তখন তাকে বলা হয়েছিল যে তিনি একজন খ্রিস্টান। এই মনোভাবের সমালোচনা করে ইমাম আলী বলেন, "আপনি তাকে চাকরি দিয়েছিলেন যখন সে কাজ করতে সক্ষম ছিল, এবং এখন যেহেতু সে বৃদ্ধ এবং কাজ করতে অক্ষম, আপনি তার জীবিকা অস্বীকার করছেন? তার জন্য সরকারি সম্পত্তি থেকে জোগান দিন।" (ওয়াসাইল আল-শিয়া, খণ্ড ১৫, পৃ. ৬৬)

৪. সবচেয়ে খারাপ পাপ

ইমাম জাফর সাদেক (আঃ) বলেন, "তিনটি জঘন্য পাপ হল: একটি নিরীহ প্রাণীকে হত্যা করা, একজন মহিলার মোহরানা না দেয়া এবং একজন শ্রমিককে তার মজুরি অস্বীকার করা।" (মাকারিম আল-আখলাক, খণ্ড ১, পৃ. ৫০৬,)

পার্সটুডে/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।