আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/event-i142186-আশুলিয়ায়_শ্রমিকদের_সঙ্গে_যৌথবাহিনীর_সংঘর্ষ_গুলিবিদ্ধ_একজনের_মৃত্যু
ঢাকার সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১৭:৫২ Asia/Dhaka
  • কারখানার প্রধান ফটকে শ্রমিকদের অবস্থান
    কারখানার প্রধান ফটকে শ্রমিকদের অবস্থান

ঢাকার সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (সোমবার) দুপুর ১২টার দিকে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ী এলাকায় মন্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ম্যাংগটক্স কারখানার অপারেটর ছিলেন।

শ্রমিকরা জানান, সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছিল। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হন। এসময় যৌথবাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে র‍্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে শ্রমিকরা আরও মারমুখী হয়ে উঠেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়। এতে গুলি ও লাঠিচার্জে অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা দাবি করেন।

এনাম মেডিক্যালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, 'কাউসারকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার তলপেটে গুলি লেগেছিল।

এদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল অবরোধ করে রাখে বার্ডস গার্মেন্টেসের শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়।#

পার্সটুডে/এমএআর/৩০