ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৬ বিলিয়ন ইউরোর গ্যারান্টি
(last modified Fri, 21 Jun 2024 12:18:01 GMT )
জুন ২১, ২০২৪ ১৮:১৮ Asia/Dhaka
  • শিশু-হত্যাকারী ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির জন্য ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৬ বিলিয়ন ইউরোর গ্যারান্টি
    শিশু-হত্যাকারী ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির জন্য ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৬ বিলিয়ন ইউরোর গ্যারান্টি

পার্সটুডে-বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা পরিসংখ্যানগত প্রতিবেদন প্রকাশ করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ইন্ধন জোগাবে।

১৯টি মানবাধিকার সংস্থার জোট জানিয়েছে, ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির জন্য ৩৬.১ বিলিয়ন ইউরোর গ্যারান্টি দিয়েছে। । পার্সটুডে আরও জানিয়েছে, এইসব মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুসারে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বের ছয়টি বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করেছে।

এদিকে স্বাধীন আন্তর্জাতিক গবেষণা কমিশনের সদস্য ক্রিস সিডোটি গাজায় ইসরাইলি সেনাবাহিনীর অপরাধের প্রতি ইঙ্গিত করে বলেছেন: ইসরাইলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে মারাত্মক সেনাবাহিনী।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের নয়া আগ্রাসন শুরু হওয়ার পর ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ৮৫ হাজারের বেশি আহত হয়েছে।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় ইসরাইল গঠনের নীল-নকশা তৈরি হয়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরাইল প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালে ইসরাইলের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে। ফিলিস্তিনীদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরাইল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরাইলি ঔপনিবেশিক শাসনের বিলুপ্তি চায় এবং ইহুদি অভিবাসীদেরকে তাদের আদি ভূমিতে ফিরে যাওয়ার পক্ষে।#

কী ওয়ার্ডস: গাজা, ইউরোপ ও ইসরাইল, ইসরা্লই অপরাধ, সামরিক সহায়তা, দখলদারিত্ব, ইসরাইলি সেনাবাহিনী

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ