ইসরাইলের সহযোগী গুগল ও অ্যামাজনকে বয়কট ১২০টি মার্কিন বিশ্ববিদ্যালয় ছাত্র-সমাজের
(last modified Fri, 21 Jun 2024 14:49:59 GMT )
জুন ২১, ২০২৪ ২০:৪৯ Asia/Dhaka
  • ইসরাইলের সহযোগী গুগল ও অ্যামাজনকে বয়কট ১২০টি মার্কিন বিশ্ববিদ্যালয় ছাত্র-সমাজের

পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্রের ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গুগল ও অ্যামাজন কোম্পানিতে চাকরি করবেন না এবং এ দুই কোম্পানির ঘরোয়া প্রশিক্ষণ কোর্সেও অংশ নিবেন না যতক্ষণ না এ দুই কোম্পানি দখলদার ইসরাইলের সঙ্গে 'নিম্বাস' প্রকল্পে শরিক হওয়ার চুক্তি বাতিল না করে। ছাত্ররা এ সংক্রান্ত একটি প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করেছেন।

ইসরাইলের সঙ্গে ১২০ কোটি ডলার মূল্যের নিম্বাস প্রকল্প বাস্তবায়নের চুক্তিটি গুগল স্বাক্ষর করে ২০২১ সনে। ইসরাইলের সরকার ও সশস্ত্র বাহিনীকে ক্লাউড ইলেকট্রনিক সার্ভিস দেয়াই এই প্রকল্পের লক্ষ্য।

পার্সটুডে জানিয়েছে, নিম্বাস প্রকল্পের প্রযুক্তির মাধ্যমে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর অবৈধভাবে আরও বেশি নজরদারি করার ও তাদের সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহের তথা গোয়েন্দাবৃত্তি করার সুযোগ পাবে এবং ফিলিস্তিনে অবৈধভাবে ইহুদিবাদীদের বসতিগুলো বিস্তারের পথও সুগম করার সুযোগ পাবে। 

আলআরাবি জাদিদ নামের সংবাদ মাধ্যমের ওয়েব সাইটের সংবাদ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ১২০টি বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১০০'রও বেশি ছাত্র ও যুব প্রজন্মের কর্মী যারা পড়াশুনা করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে তারা একটি প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করেছেন যেখানে বলা হয়েছে তারা গুগল ও অ্যামাজন কোম্পানিতে চাকরি করবেন না এবং এ দুই কোম্পানির ঘরোয়া প্রশিক্ষণ কোর্সেও অংশ নিবেন না যতক্ষণ না এ দুই কোম্পানি দখলদার ইসরাইলের সঙ্গে 'নিম্বাস' প্রকল্পে শরিক হওয়ার চুক্তি বাতিল না করে।  

ওই প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষরকারী ছাত্রদের মধ্যে বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সানফ্রানসিসকো বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সগুলোর আওতাধীন ছাত্ররাও রয়েছেন। তাদের অনেকেই কিছুকাল আগে নিম্বাস প্রকল্পের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। এ বিক্ষোভ মিছিল হয়েছিল সানফ্রানসিসকো শহরে গুগল কার্যালয়ের সামনে। প্রযুক্তি সার্ভিস বিভাগের অনেক কর্মী ও ফিলিস্তিন সমর্থক কর্মীরাও ওই প্রতিবাদ বিক্ষোভ অংশ নেন।

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীরা এমন সময় গুগল ও অ্যামাজন বর্জনের কর্মসূচি শুরু করলেন যখন বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল ও গণিত বিষয়ে উচ্চ শিক্ষিত ছাত্র ছাত্রীদের কর্মসংস্থান বা চাকরির ক্ষেত্রে সবচেয়ে ভালো কোম্পানি হিসেবে বিবেচিত হয় গুগল ও অ্যামাজন। বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ৪৮৫ জন ছাত্র ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ২১৬ জন ছাত্র গুগল কোম্পানিতে চাকরি করছেন।

বয়কটের এই কর্মসূচির শ্লোগান হচ্ছে 'বর্ণবাদের সেবায় নিয়োজিত প্রযুক্তির প্রতি না'। এ কর্মসূচি গড়ে তুলেছেন ফিলিস্তিনিদের সমর্থনে গড়ে ওঠা কয়েকটি আন্দোলন। আর ফিলিস্তিনের সমর্থনে এইসব আন্দোলন গড়ে উঠেছে গাজায় গত অক্টোবর মাসে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে। এইসব আন্দোলনে যুক্ত হয়েছেন সেইসব ব্যক্তিরাও যারা ফিলিস্তিনের প্রতি সমর্থন ও দখলদার ইসরাইলের প্রতি সহযোগিতার বিরোধিতা করার দায়ে গুগলসহ প্রযুক্তি বিষয়ক কয়েকটি কোম্পানির চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। 

ছাত্ররা যে প্রতিজ্ঞাপত্রে সই করেছেন তাতে লেখা আছে: ফিলিস্তিনিরা ইসরাইলি নজরদারি ও সহিংসতার কারণে বাস্তবেই ক্ষতিগ্রস্ত। আর এই প্রক্রিয়া ক্লাউড কম্পিউটিং সিস্টেম জোরদার করাসহ ইসরাইলি শাসকগোষ্ঠী ও ইসরাইলি সশস্ত্র বাহিনীকে নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমেই গড়ে উঠেছে। এক্ষেত্রে অ্যামাজন ও গুগল ফিলিস্তিনিদের ওপর আরও বেশি সহিংসতা চালানোর ক্ষেত্রে বর্ণবাদী ইসরাইলকে সাহায্য করেছে।   #

পার্সটুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।      

ট্যাগ