পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা করছে ইরান ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i138882-পূর্ণাঙ্গ_কৌশলগত_অংশীদারিত্ব_চুক্তি_নিয়ে_আলোচনা_করছে_ইরান_ও_রাশিয়া
ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার কূটনীতিকরা দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০২৪ ১৪:৫৯ Asia/Dhaka
  • পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা করছে ইরান ও রাশিয়া

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার কূটনীতিকরা দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করেছেন। 

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক সাঈদ আলী মুসাভি মস্কোয় আলোচনা করেন যেখানে তারা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো বিস্তৃত করার বিষয়ে কথা বলেন। 

এর আগেই ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছিলেন, মস্কো এবং তেহরান আন্তরিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে।

গত ১২ জুন রাশিয়ার নিঝনি নভোগোরোদ শহরে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সাক্ষাৎকারে আলী বাকেরি বলেন, ইরান এবং রাশিয়া হচ্ছে দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে দীর্ঘমেয়াদি পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই করার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।