বাইডেন, ট্রাম্পের ওপর আমেরিকার অর্ধেকেরও বেশি নাগরিকের আস্থা নেই
-
ট্রাম্প-বাইডেন
অর্ধেকেরও বেশি আমেরিকান বিশ্বাস করেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজনীয় গুণাবলীর অভাব রয়েছে। গ্যালাপ ইনস্টিটিউটের সর্বশেষ মতামত জরিপের ফলাফলে ওই তথ্য মিলেছে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পোলিং ইনস্টিটিউট 'দ্য গ্যালাপ' সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২৭ জুন প্রকাশিত ওই প্রতিবেদনে এসেছে: তাদের সমীক্ষায় অংশগ্রহণকারী শতকরা ৬২ ভাগ প্রাপ্তবয়স্ক নাগরিক বিশ্বাস করেন-বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার মতো যথাযোগ্য গুণাবলী নেই। একইভাবে শতকরা ৫৩ ভাগ জনগণও মনে করেন ট্রাম্পেরও প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো ব্যক্তিত্ব নেই।
তবে যারা বিশ্বাস করেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যক্তিত্ব ও গুণাবলী রয়েছে তাদের মধ্যে শতকরা ৮৭ ভাগ রিপাবলিকান, শতকরা ৪৩ ভাগ স্বাধীন এবং ১০ ভাগ ডেমোক্র্যাট।
পক্ষান্তরে, যারা বাইডেনকে যোগ্য বলে মনে করেন তাদের শতকরা ৮১ ভাগ ডেমোক্র্যাট, ৩৫ ভাগ স্বাধীন এবং শতকরা ৪ ভাগ রিপাবলিকান।
আমেরিকার সাধারণ জনগণ প্রেসিডেন্ট প্রার্থীদের কাউকেই যোগ্য কিংবা পছন্দনীয় বলে মনে করেন না। আমেরিকার ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এনএম /৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।