তুই ক্রীড়াবিদ না! অলিম্পিকে ইসরাইলিদের উপস্থিতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ
পার্সটুডে- প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অবমাননাকর দৃশ্য দেখানোয় বিশ্বের বিভিন্ন সমাজ ও সংস্কৃতির মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে। অবশ্য এবারের অলিম্পিকের এটিই একমাত্র কুখ্যাতি ছিল না। এবারের অলিম্পিকের সবচেয়ে জঘন্য দিকটি হচ্ছে, ক্রীড়াবিদের ছদ্মবেশে গাজায় যুদ্ধাপরাধ করা ইসরাইলি সেনাদের উপস্থিতি।
ফ্রান্স সরকার অবশ্য প্রমাণ করেছে, তারা প্যারিস অলিম্পিকে ইসরাইলি টিমের উপস্থিতির বিরুদ্ধে কোনো প্রতিবাদ মেনে নেবে না। পার্সটুডে ফার্সি জানিয়েছে, ফরাসি নিরাপত্তা বাহিনী ইসরাইলি অলিম্পিক টিমের সদস্যদের সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নিশ্চিত করছে।
তবে ইহুদিবাদী ক্রীড়াবিদরা ২০২৪ প্যারিস অলিম্পিকে খুব সুখকর সময় কাটাচ্ছে না। তারা যে ক্রীড়াতেই অংশ নিচ্ছে না কেন সেখানে দর্শকরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং ‘ভুয়া ভুয়া’ ধ্বনি দিয়ে তাদেরকে তিরস্কার করছেন।
এমনকি ইসরাইলি ক্রীড়াবিদদের সঙ্গে খেলতে নামা অন্যান্য দেশের প্রতিদ্বন্দ্বীরা পর্যন্ত প্রতিবাদ জানাতে ভুল করছেন না। আলজেরিয়ার জুডো খেলোয়াড় মাসুদ রেজওয়ান ইদ্রিস গাজায় ইসরাইলি চলমান গণহত্যার প্রতিবাদে ইসরাইলি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জুডো খেলায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইরানের রোয়িং অ্যাথলিট জয়নাব নওরোজিও এবারের অলিম্পিকে ইরান ও ফিলিস্তিনের মধ্যে সংহতির পতাকা হাতে নিয়ে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে হাজির হন।
তাজিকিস্তানের জুডো ক্রীড়াবিদ নুরআলী ইমামআলী প্যারিস অলিম্পিকের প্রথম পর্বে অংশগ্রহণ শেষে ইসরাইলি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। তাজিকিস্তানের এই ক্রীড়াবিদ মঞ্চ ত্যাগ করার আগে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে আল্লাহ তায়ালার মহত্ত্ব ঘোষণা করেন।
এখানেই শেষ নয়। স্টেডিয়ামগুলোর বাইরেও নিরাপত্তা বাহিনীর ব্যাপক তোড়জোড় সত্ত্বেও ফ্রান্সের জনগণের পাশাপাশি দেশটির পার্লামেন্ট সদস্যরা প্যারিস অলিম্পিকে ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণ করার সুযোগ দেয়ার বিরোধিতা করেছেন। ফরাসি পার্লামেন্ট সদস্য টমাস পোর্টস প্যারিসের এক প্রতিবাদ সমাবেশে বলেছেন:
অলিম্পিক গেমসে ইসরাইলি ক্রীড়াবিদদের উৎসাহ দেয়া উচিত নয়। ইসরাইলি পতাকা ও জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করার জন্য অলিম্পিক কমিটির ওপর চাপ সৃষ্টি করা উচিত। ঠিক যেমনটি করা হয়েছে রাশিয়ার ক্ষেত্রে। #
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।