'মার্কিন নির্বাচনে ইরানের হস্তক্ষেপ'-এমন মিথ্যাচার কেন প্রয়োজন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের?
(last modified Sun, 25 Aug 2024 12:14:04 GMT )
আগস্ট ২৫, ২০২৪ ১৮:১৪ Asia/Dhaka
  • 'মার্কিন নির্বাচনে ইরানের হস্তক্ষেপ'-এমন মিথ্যাচার  কেন প্রয়োজন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের?

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ সত্ত্বেও, ইসলামী প্রজাতন্ত্র ইরান বারবার বলেছে যে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা তেহরানের নেই। কারণ আমেরিকার নির্বাচনের বিষয়টি একান্তই সেদেশের অভ্যন্তরীণ বিষয়।

ইরানের বিরুদ্ধে এক বিবৃতিতে, ট্রাম্পের নির্বাচনি প্রচারণা কেন্দ্রের মুখপাত্র দাবি করেছেন যে, ইরানের সাথে যুক্ত হ্যাকাররা জুনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতায় একজন উচ্চ পদস্থ কর্মকর্তার অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। পার্সটুডে-এর মতে, ইরানি সংবাদপত্র কুদস লিখেছে: "স্টিভেন চং" কোনো প্রমাণ না দিয়ে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এই  অভিযোগের পর মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই জানিয়েছে, "তারা ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা কেন্দ্রের উত্থাপিত অভিযোগ তদন্ত করে দেখবে।

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, ইরানী সংবাদপত্র কুদস লিখেছে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাকেন্দ্রের সাইট হ্যাকিংয়ে তেহরানের ভূমিকা সম্পর্কে উত্থাপিত দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান সরকারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার কোন উদ্দেশ্য বা ইচ্ছা ইরান সরকারের নেই।

ট্রাম্পের প্রচারণাকেন্দ্র হ্যাক এবং তথ্য চুরি করার অভিযাগ উত্থাপনের আগে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার পাশাপাশি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তেহরানের হস্তক্ষেপের জন্য অভিযোগ তুলেছিলেন।

নির্বাচনে জেতার জন্য ট্রাম্পের কূটকৌশল

ইরানের দৈনিক কুদস-এর সাথে এক সাক্ষাৎকারে, ইরানের আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞ আমির আলী আবুলফাত ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণাকেন্দ্রের ওয়েব সাইটে হ্যাক করে নথিপত্র হাতিয়ে নেয়ার অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে, আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের বিরুদ্ধে হ্যাকিংএর অভিযোগ তুলে ড্রোনাল্ড ট্রাম্প আসলে এটাকে নির্বাচনে জেতার কৌশল হিসাবে কাজে লাগানোর চেষ্টা করছেন। ট্রাম্প মার্কিন সমাজকে এমন দিকে ধাবিত করার চেষ্টা করছেন যাতে বিশ্বঅঙ্গনে নিজের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তী উজ্জ্বল করা যায় এবং সেইসাথে দেশটির নিরাপত্তা বিভাগগুলোর যোগ্যতা ও দক্ষতাকে প্রশ্নের সম্মুখীন করা যায় একই সাথে সরকার পরিচালনায় ডেমোক্র্যাট দলের ব্যর্থতাও প্রমাণ করা যায়।

ইরানের আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞ আমির আলী আবুলফাত আরো বলেছেন: ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে জেতার জন্য রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প  যে কৌশল ব্যবহার করেছিলেন সেই একই কৌশল ব্যবহার করে তিনি এখন ইরান, চীন ও রাশিয়ার বিরুদ্ধে নানান রকম অভিযোগ তুলে নির্বাচনে বেশি ভোট পাওয়ার চেষ্টা করছেন। তাই ইরানের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ সম্পর্কে ট্রাম্পের দল যে ন্যাক্কারজনক প্রচারণা চালাচ্ছে সেটাকে  গুরুত্ব সহকারে নেওয়ার কোনো কারণ নেই।

ইরানের এ বিশেষজ্ঞ আমির আলী আবুলফাত আরো বলেছেন: ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চং তেহরানের বিরুদ্ধে অভিযোগ তোলার সাথে সাথে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযাগের কোনো প্রমাণ নেই এবং  মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় ইরানের  নেই।  ইরানের প্রতিনিধি মার্কিন ফেডারেল পুলিশের কাছে তেহরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ দেয়ার আহ্বান জানালেও এখন পর্যন্ত তারা এর কোনো জবাব দেয়নি।

ইরানের এ বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছেন: বিশ্বে সাইবার স্পেসে ইরানের একটি অনস্বীকার্য শক্তি ও প্রভাব রয়েছে এবং মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ঘোষণা অনুসারে, ইরান আন্তর্জাতিক অঙ্গনে সাইবার শক্তিগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত । সাইবার জগত এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইরানের মতো একটি দেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে হস্তক্ষেপ ও হ্যাক করার কোনো প্রয়োজনই পড়ে না।

এ অঞ্চলে ইরানের প্রভাব নিয়ে ট্রাম্পের ভয়

ইরানের মিডিয়া ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মোহাম্মদ লাসানি দৈনিক কুদসের সাথে এক সাক্ষাত্কারে বলেছেন তিনি মনে করেন যে: পশ্চিম এশীয় অঞ্চলে ইরানের ভূমিকা বিশেষ করে গাজার জনগণ ও ফিলিস্তিনিসহ এ অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থনের  বিষয়টিকে ইস্যু করে  ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলে প্রার্থীরা নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ইরানকে ইস্যু বানিয়ে ট্রাম্প ব্যাপক নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

লাসানি স্পষ্ট করে বলেছেন: সাইবার হামলায় ইরানের জড়িত থাকার বিষয়ে আমেরিকান কর্তৃপক্ষের দাবির বিষয়ে এখনও কোনো নথি উপস্থাপন করা হয়নি, তবে ট্রাম্প এই অভিযোগের মাধ্যমে আমেরিকান ভক্ত ও মানুষের মধ্যে নিজেকে একজন কিংবদন্তি ও একজন নায়ক হিসেবে নিজের ইমেজ গড়ে তোলার চেষ্টা করছেন। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ