আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে কার্যকর সামরিক তৎপরতা গ্রহণ করতে হবে: ফরাসি প্রেসিডেন্ট
(last modified Sun, 10 Jul 2016 04:51:26 GMT )
জুলাই ১০, ২০১৬ ১০:৫১ Asia/Dhaka
  • আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে কার্যকর সামরিক তৎপরতা গ্রহণ করতে হবে: ফরাসি প্রেসিডেন্ট

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে কার্যকর সামরিক তৎপরতা গ্রহণ করতে হবে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ন্যাটো শীর্ষ বৈঠকের অবকাশে আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ইতালি এবং ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ওঁলাদ।

তিনি বলেন, এ নিয়ে কোনো বিতর্ক নেই যে দায়েশ পিছু হটতে শুরু করেছে। দায়েশ দুর্বল হয়ে পড়ল আর অন্যান্য সন্ত্রাসীগোষ্ঠী চাঙ্গা হয়ে উঠল এমন পরিস্থিতি যেন দেখা না দেয় সে জন্য সর্তক হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, দায়েশের বিরুদ্ধে নেয়া তৎপরতা অব্যাহত রাখার জন্য পশ্চিমা দেশগুলোর মধ্যে সমন্বয় ঘটাতে হবে। পাশাপাশি আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১০

 

ট্যাগ