সাইপ্রাস এ অঞ্চলের বিরুদ্ধে লন্ডন এবং তেল আবিবের গোয়েন্দাবৃত্তির আখড়ায় পরিণত হয়েছে
(last modified Tue, 10 Sep 2024 10:55:02 GMT )
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১৬:৫৫ Asia/Dhaka
  • সাইপ্রাস এ অঞ্চলের বিরুদ্ধে লন্ডন এবং তেল আবিবের গোয়েন্দাবৃত্তির আখড়ায় পরিণত হয়েছে

পার্সটুডে-ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা পশ্চিম এশিয়ায় পরিস্থিতির অবনতি ঘটানোর ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের সাথে ব্রিটিশ সরকারের হাত মেলানোর সমালোচনা করেছেন।

ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন গাজায় ইসরাইলি আগ্রাসনের মুখে ব্রিটিশ সরকারের ভণ্ডামি ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন: গাজা, লেবাননসহ এ অঞ্চলের বিরুদ্ধে লন্ডন এবং তেল আবিবের গোয়েন্দা তৎপরতার আখড়ায় পরিণত হয়েছে সাইপ্রাস। পার্সটুডে এবং আল-মায়াদিন নেটওয়ার্ক আরও জানায়, ফিলিস্তিনিপন্থী এই ব্রিটিশ রাজনীতিবিদ আরও বলেছেন: গাজার বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসন চলাকালে সাইপ্রাসের একটি দ্বীপে গোয়েন্দা ঘাঁটি গাড়ে ইংল্যান্ড। সেখান থেকে তারা গাজা, লেবানন এবং পশ্চিম এশীয় অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরাইলকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে।

জেরেমি করবিন তেল আবিবে অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স বাতিল করার ব্যাপারে ব্রিটিশ সরকারের দাবির ওপর গণমাধ্যমের রিপোর্টকে একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন। সেইসঙ্গে তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ লেবার পার্টির সুপরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব জোর দিয়ে বলেন: গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে ইংল্যান্ড দ্বিচারিতা করছে। ব্রিটেন একদিকে গাজা যুদ্ধে ইসরাইলকে মদদ দিচ্ছে অপরদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করছে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ