যেসব দেশ বাণিজ্যে ডলার ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে কী হুমকি দিলেন ট্রাম্প?
(last modified Thu, 12 Sep 2024 13:43:59 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১৯:৪৩ Asia/Dhaka
  • যেসব দেশ বাণিজ্যে ডলার ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে কী হুমকি দিলেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি বিশ্বে ডি-ডলারাইজেশন বা আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে ডলারের ব্যবহার বাদ দেয়ার যে প্রবণতা বিশ্বে শুরু হয়েছে তা তিনি বন্ধ করতে পারবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উইসকনসিন রাজ্যের নির্বাচনী সমাবেশে স্বীকার করে যে বিশ্বব্যাপী লেনদেন থেকে ডলারকে বাদ দেয়া একটি ক্রমবর্ধমান প্রবণতা এবং আমেরিকান ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য বজায় রাখবেন। পার্সটুডে অনুসারে, ট্রাম্প নির্বাচনী সমাবেশে স্বীকার করেছেন যে ডলার বড় ধরনের বয়কটের মধ্যে আছে কারণ একটি বৃহৎ সংখ্যক দেশ বাণিজ্য নিষ্পত্তির জন্য অন্য উপায়ে ফিরে গেছে। একই সঙ্গে এই নীতি অনুসরণকারী দেশগুলোর জন্য মার্কিন ডলার ত্যাগ করা খুবই ব্যয়বহুল হবে বলেও দাবি করেন ট্রাম্প।

ইরান, রাশিয়া এবং চীন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেনে ডলারের উপর নির্ভরতা কমাতে তাদের কর্মপন্থা শুরু করেছে। প্রকৃতপক্ষে, যে সমস্ত দেশ ওয়াশিংটনের নীতি অনুসরণ করে না তাদের উপর আমেরিকার সর্বোচ্চ চাপের নীতি,আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যবহারের  ফলে এসব দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেনে তাদের জাতীয় মুদ্রা ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আর্থিক রিজার্ভের প্রতিষ্ঠানটিকে অসম্মান করছে। #

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ