ইসরাইল এবং আধিপত্যকামী পশ্চিমারা তাদের পণ্যে বোমা পাতবে না তার কী নিশ্চয়তা আছে?
(last modified Thu, 26 Sep 2024 13:40:23 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১৯:৪০ Asia/Dhaka
  • ইসরাইল এবং আধিপত্যকামী পশ্চিমারা তাদের পণ্যে বোমা পাতবে না তার কী নিশ্চয়তা আছে?
    ইসরাইল এবং আধিপত্যকামী পশ্চিমারা তাদের পণ্যে বোমা পাতবে না তার কী নিশ্চয়তা আছে?

পার্সটুডে- প্রযুক্তি সন্ত্রাস এমন একটি নতুন ধারণা যা সম্প্রতি ইসরাইল লেবাননের বিরুদ্ধে ব্যবহার করেছে।

গত সপ্তাহে, ইসরাইল লেবাননে পরপর দুই দিন যোগাযোগ কাজে ব্যবহৃত ডিভাইসে বিস্ফোরণ ঘটায়। এই সন্ত্রাসী হামলায় অন্তত ৩৭ জন শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়। এ কারণে ইসরাইলের সাথে বাণিজ্যিক সম্পর্কের ঝুঁকি এবং ইসরাইলি অর্থনীতিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ জরুরি।

বিশ্ববাজারে নিরাপত্তাহীনতা

পশ্চিমা সরকারগুলোর একটি হাতিয়ার হল বাজারের ওপর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। প্রকৃতপক্ষে, পশ্চিমা দেশগুলো পণ্য উৎপাদন,  বিক্রি ও লাইসেন্স পাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করে।

লেবাননে ইসরাইলের প্রযুক্তি সন্ত্রাসের পর এখন এই প্রশ্ন উঠেছে যে, পশ্চিমা দেশগুলো এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠী তাদের রপ্তানিকৃত পণ্যে বোমা পেতে রাখবে  না তার কী নিশ্চয়তা আছে?

জন এফ কেনেডি গবেষণাকেন্দ্রের প্রযুক্তি বিশেষজ্ঞ ব্রুস স্নাইয়ার নিউইয়র্ক টাইমসে লিখেছেন: 'এটা স্পষ্ট নয় এ ধরণের হামলা থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং এটা খুবই জটিল প্রযুক্তি'।

প্রযুক্তির ক্ষেত্রে নীতি নির্ধারণ বিষয়ক বিশেষজ্ঞ "পাওলো ত্রিওলো"  আশঙ্কা করছেন: 'লেবাননে সাম্প্রতিক ইসরাইলি প্রযুক্তি সন্ত্রাসী হামলার ঘটনা এতোটাই জটিল ও সংবেদনশীল যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এভাবে হামলার ঘটনায় নিঃসন্দেহে অন্যান্য দেশে উদ্বেগ সৃষ্টি করবে এবং তারা সম্ভাব্য ঝুঁকির বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।

দৈনিক নিউ ইয়র্ক টাইমস আরও লিখেছে: "আমাদের কম্পিউটারগুলো যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই অনুযায়ী আমরা বলতে পারি যে গাড়ি, রেফ্রিজারেটর, হোম থার্মোস্ট্যাটসহ আমাদের চারপাশে ব্যবহৃত অনেক ডিভাইস একই নিয়মের অধীন।"

ইসরাইলের অর্থনীতিতে প্রযুক্তি সন্ত্রাসবাদের নেতিবাচক প্রভাব

বিশ্লেষকরা বলছেন, লেবাননের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক প্রযুক্তি হামলা শুধু যে ইসরাইলের জন্য কৌশলগত বিরাট স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তাই নয় একই সাথে পশ্চিমা দেশগুলো ও ইসরাইলের প্রযুক্তি পণ্য রপ্তানিতেও প্রভাব পড়বে।

মার্কিন বিশ্লেষক প্যাট্রিক কিংসলে নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে লিখেছেন: "শত্রু মিত্র সবার দৃষ্টিতে ইসরাইল প্রযুক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী কিন্তু কৌশলগতভাবে তারা বিভ্রান্ত।"

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট মনে করেন, ইসরাইলের নেতারা এই ধরণের প্রযুক্তিগত সন্ত্রাসী হামলার নেতিবাচক প্রভাবরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

ডলারের আধিপত্য কমার পাশাপাশি বিশ্বব্যাপী আস্থাও কমেছে

লেবাননে যোগাযোগ রক্ষাকারী যন্ত্রের বিস্ফোরণের পর দেখা গেছে, মার্কিন ডলারের অপব্যবহারের পাশাপাশি ধীরে ধীরে বিশ্বব্যাপী পশ্চিমের আস্থা ও ভাবমর্যাদা নষ্ট হচ্ছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ