মার্কিন মদদে ইসরাইলের যুদ্ধোন্মাদনা; ইরানের প্রতি ইন্দেনেশিয় ওলামা সংসদের সমর্থন
(last modified Tue, 29 Oct 2024 09:00:58 GMT )
অক্টোবর ২৯, ২০২৪ ১৫:০০ Asia/Dhaka
  • মার্কিন মদদে ইসরাইলের যুদ্ধোন্মাদনা; ইরানের প্রতি ইন্দেনেশিয় ওলামা সংসদের সমর্থন

পার্সটুডে-ইন্দোনেশিয়ার ওলামা মজলিস ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।

ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিলের অন্যতম প্রধান সদস্য বাসুদারনোতো আব্দুল হাকিম সেদেশে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্র বরাবর একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি ইরানের কিছু সামরিক কেন্দ্রে ইহুদিবাদী ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি আরও বলেছেন: ইসরাইল আমেরিকার সমর্থনে বিশ্বযুদ্ধ শুরু করেছে।

তাঁর বার্তাটি নিম্নরূপ:

আমি ইন্দোনেশিয়ার ওলামা মজলিসের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাচ্ছি। সেইসঙ্গে ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানাচ্ছি। এসব কর্মকাণ্ড কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। ইসরাইল আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইচ্ছাকৃতভাবে একটি বিশ্বযুদ্ধ শুরু করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত ইসরাইলকে তা করতে না দেওয়া। আল্লাহ ফিলিস্তিনসহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং ইসরাইলি ইহুদিবাদকে ধ্বংস করুন।

ইহুদিবাদী ইসরাইল গত ২৬ অক্টোবর (শনিবার) ভোররাতে ইরানের তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কয়েকটি সামরিক কেন্দ্রের কিছু অংশের ওপর হামলা চালায়। ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই আগ্রাসন সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ