ইসরাইলের জন্য মক্কা-মদিনার পথ খুলে দিচ্ছে ফয়সাল: হামাস-জিহাদ
https://parstoday.ir/bn/news/world-i14539-ইসরাইলের_জন্য_মক্কা_মদিনার_পথ_খুলে_দিচ্ছে_ফয়সাল_হামাস_জিহাদ
ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ফিলিস্তিনের সংগ্রামী দল হামাস ও ইসলামী জিহাদকে সমর্থন দিয়ে যাচ্ছে বলে সাবেক সৌদি গোয়েন্দা মন্ত্রী তুর্কি আল ফয়সাল যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে এ দুই সংগ্রামী দল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৪, ২০১৬ ১৮:১৪ Asia/Dhaka
  • ইসরাইলের জন্য  মক্কা-মদিনার পথ খুলে দিচ্ছে ফয়সাল: হামাস-জিহাদ

ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ফিলিস্তিনের সংগ্রামী দল হামাস ও ইসলামী জিহাদকে সমর্থন দিয়ে যাচ্ছে বলে সাবেক সৌদি গোয়েন্দা মন্ত্রী তুর্কি আল ফয়সাল যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে এ দুই সংগ্রামী দল।

সম্প্রতি প্যারিসে ইরানের ইসলামী সরকারের বিরোধী সন্ত্রাসী মুনাফিক গোষ্ঠীর এক সমাবেশে যোগ দিয়ে ফয়সাল ওই মন্তব্য করেন।

হামাস ও জিহাদ বলেছে, ফয়সালের এ জাতীয় মন্তব্য ইসরাইলি দখলদারিত্বের স্বার্থেই করা হয়েছে।

ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদ বলেছে, ফিলিস্তিনি স্বার্থ ও অধিকার নির্মূল করতে এবং ইহুদিবাদী ইসরাইলের জন্য আরব ও মুসলিম দেশগুলোর রাজধানী খুলে দিতেই ওই বক্তব্য রেখেছেন ফয়সাল।

জিহাদ দলের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা এই লোকদের বলছি: যদি তোমরা ফিলিস্তিন ও এর জনগণের পক্ষে কিছু করতে নাও পার, অন্তত ইসরাইলের পক্ষ নিয়ে মজলুমের ক্ষতি কোরো না। ইসরাইলিদেরকে মক্কা ও মদিনায় পৌঁছে যাওয়ার পথ সুগম করে দেয়াটা সৌদি আরবের মুসলিম জনগণ মেনে নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেছে জিহাদ।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসও ফয়সালের বক্তব্যকে ভিত্তিহীন বলে নিন্দা জানিয়েছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, সবাইই এটা জানে যে, হামাস ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে এবং কেবল ফিলিস্তিনি এজেন্ডা ছাড়া এর অন্য কোনো এজেন্ডা নেই। হামাস ইসলামের যৌক্তিক ব্যাখ্যার অনুসারী বলেও বিবৃতিতে বলা হয়। ফয়সালের মন্তব্যগুলো ইসরাইলি দখলদারিত্বের স্বার্থ রক্ষা করছে এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি আগ্রাসনের আরও নতুন অজুহাত যুগিয়ে দিচ্ছে বলে হামাসের বিবৃতিতে মন্তব্য করা হয়।#

পার্সটুডে/মু.আ.হুসাইন/১৪