প্রথমে অর্ধচেতন পরে পিটিয়ে হত্যা; আমেরিকায় আরেক কৃষ্ণাঙ্গ খুনের ঘটনা
(last modified Wed, 01 Jan 2025 10:18:13 GMT )
জানুয়ারি ০১, ২০২৫ ১৬:১৮ Asia/Dhaka
  • প্রথমে অর্ধচেতন পরে পিটিয়ে হত্যা; আমেরিকায় আরেক কৃষ্ণাঙ্গ খুনের ঘটনা

পার্সটুডে- আমেরিকায় আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে।

নিউইয়র্কের কারাগারে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনা আমেরিকার জনমনে ক্ষোভের সঞ্চার করেছে। পার্সটুডে জানিয়েছে, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস শুক্রবার পুলিশের ইউনিফর্ম পরা ক্যামেরাবন্দি একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যায় পুলিশ কৃষ্ণাঙ্গ বন্দী রবার্ট ব্রুকসকে আধা-চেতন অবস্থায় মারছে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্রুকসের হাত তার পিঠের পিছনে বাধা রয়েছে এবং বেশ কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ অফিসার তাকে মারধর করেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্কের উইং হাসপাতালে হামলার পরদিন ওই বন্দি মারা যান।

আমেরিকান পুলিশের হাতে "জর্জ ফ্লয়েড" হত্যার চার বছর পর এই কৃষ্ণাঙ্গ আমেরিকানের মৃত্যু, সেদেশে জাতিগত বৈষম্য নিয়ে ফের সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ শ্বেতাঙ্গ পুলিশের ভিন্ন বর্ণের লোকদের সাথে কীভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে আইনে সংস্কারের আহ্বান জানিয়েছেন।

মানবাধিকার এবং কৃষ্ণাঙ্গ অধিকার সংরক্ষণ বিষয়ক গোষ্ঠীগুলো ব্রুকসের মৃত্যুর প্রতিক্রিয়ায় নিউইয়র্কে বিক্ষোভ করার পরিকল্পনা করেছে।

মানবাধিকার কর্মীদের মতে, এই কৃষ্ণাঙ্গ বন্দীর মৃত্যুর ঘটনা নিউইয়র্ক জেলখানায় সহিংসতার সংস্কৃতির অংশ। ভিন্নবর্ণের মানুষের বিরুদ্ধে শ্বেতাঙ্গ আমেরিকান পুলিশের সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৪ সালের আগস্টে ফার্গুসন শহরের ঘটনায়, "ড্যারেন উইলসন" নামে একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউনকে  ৬টি গুলি করে হত্যা করে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।