আইআরজিসির বিশাল নৌমহড়া ও লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনসহ বিভিন্ন খবর
https://parstoday.ir/bn/news/world-i146306-আইআরজিসির_বিশাল_নৌমহড়া_ও_লেবাননে_ইসরাইলের_যুদ্ধবিরতি_লঙ্ঘনসহ_বিভিন্ন_খবর
পার্সটুডে - ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্র বিভাগ ঘোষণা করেছে যে মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে "আমেরিকা উপসাগর" এবং আলাস্কার ডেনালি শৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে "মাউন্ট ম্যাককিনলে" করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৫ ১৭:১৪ Asia/Dhaka
  • আইআরজিসির বিশাল নৌমহড়া ও লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনসহ বিভিন্ন খবর

পার্সটুডে - ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্র বিভাগ ঘোষণা করেছে যে মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে "আমেরিকা উপসাগর" এবং আলাস্কার ডেনালি শৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে "মাউন্ট ম্যাককিনলে" করা হয়েছে।

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখা, ইরানের নৌবাহিনীর মহড়া, ইসরাইলের ভিত্তিহীন দাবির ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া, ব্রিটিশ জাহাজ চলাচলে নজিরবিহী ব্যাঘাত, ক্যালিফোর্নিয়া রাজ্যে সাহায্য প্রদানে ট্রাম্পের শর্ত, বায়তুল মোকাদ্দাসে আনরোয়ার অফিস খালি করার জন্য  ইসরাইলের সময়সীমা ঘোষণা এবং লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন প্রভৃতি বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ এখানে তুলে ধরা হলো:

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখা হলো

শুক্রবার ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে ঘোষণা করেছে: "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুসারে, মেক্সিকো উপসাগর এখন থেকে আনুষ্ঠানিকভাবে আমেরিকা উপসাগর নামে পরিচিত হবে এবং উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গটি একসময় আবার মাউন্ট ম্যাককিনলে নামে ডাকা হবে।" ২০ জানুয়ারী দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই নির্বাহী কার্যক্রমের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প নাম পরিবর্তনের নির্দেশ দেন।

ইরানের সমুদ্র শক্তি

ইরানের  ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ১৯তম বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) মহড়ার প্রথম দিন শুক্রবার পারস্য উপসাগরের নীল জলরাশিতে শুরু হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানিয়েছেন, এই মহড়ায় আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৭৫ এবং ৯০ নট গতির জাহাজ এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা, সেইসাথে "লঞ্চযোগ্য মাইন"।

ইহুদিবাদী  ইসরাইলের ভিত্তিহীন দাবির ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া

জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদের সভাপতি এবং জাতিসংঘের মহাসচিবকে লেখা এক চিঠিতে তেহরানের বিরুদ্ধে ইসরাইলের ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করে বলেছেন: হিজবুল্লাহর সাথে করা যুদ্ধবিরতি লঙ্ঘনকে বৈধতা দেয়ার জন্যই এসব দাবি তোলা হয়েছে যা কিা নিরাপত্তা পরিষদ এবং লেবাননের সাথে করা যুদ্ধবিরতিকে উপেক্ষা করা। নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে ইসরাইলি প্রতিনিধি দাবি করেছেন যে, "...নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ (২০০৬) লঙ্ঘন করে ইরান থেকে লেবাননে উন্নত অস্ত্র ব্যবস্থা পাচার করা হচ্ছে।"

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের পর ক্যালিফোর্নিয়ায় সাহায্য প্রদানে ট্রাম্পের শর্ত

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানলের পর ক্যালিফোর্নিয়ায় সাহায্যের শর্ত দেবেন। ট্রাম্প বলেন: "আমার দুটি দাবি আছে।" আমি ক্যালিফোর্নিয়ার লোকদের কাছে ভোটারদের পরিচয় চাইছি। একইসাথে তাদের নাগরিকত্বের প্রমাণও চাইছি।

বায়তুল মোকাদ্দাসে আনরোয়ার অফিস খালি করার জন্য ইসরাইলের আল্টিমেটাম

রয়টার্স জানিয়েছে: ইসরাইল জাতিসংঘকে জানিয়েছে যে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা আনরোয়ার কার্যক্রম স্থগিত করতে হবে এবং জেরুজালেমে অবস্থিত এর অফিসগুলো ৩০ জানুয়ারি (১১ ফেব্রুয়ারি) এর মধ্যে খালি করতে হবে। ২৮শে অক্টোবর, ২০২৪ তারিখে, ইসরাইলি নেসেট একটি আইন পাসের পক্ষে ভোট দেয় যা অধিকৃত অঞ্চলে আনরোয়ার কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করবে।

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরাইলি সরকারের সিদ্ধান্ত

এমন একটি পরিস্থিতিতে যেখানে ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে, ইসরাইলি সেনাবাহিনীকে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করার কথা, কিন্তু তারপরও ইসরাইলি মন্ত্রিসভা দক্ষিণ লেবাননে ইসরাইলের উপস্থিতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।