গাজায় নতুন ইন্দোনেশিয়ান মসজিদ এবং ফ্রান্সে ইরানি রপ্তানি বৃদ্ধি
গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে জর্ডান ও মিশর
-
• ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির: উত্তর গাজায় ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন হামাসের জন্য বিজয় এবং ইসরাইলের সম্পূর্ণ আত্মসমর্পণ।
পার্সটুডে- জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের গাজারবাসীদের মিশর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন।
এ ছাড়া আজকের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে, ফ্রান্সে ইরানের রপ্তানি ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ইস্পাত উৎপাদনে বিশ্বে ইরানের দশম স্থান, গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর অবস্থান, ইরান-আফগানিস্তান সম্পর্ক জোরদার, রাশিয়ার আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় ব্রিটেনের জড়িত থাকার অভিযোগ এবং বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে ইরানের ভূমিকা। এবারে আমরা এ সংক্রান্ত খবর সংক্ষেপে তুলে ধরবো:
ফ্রান্সে ইরানের রপ্তানি বৃদ্ধি ১২ শতাংশ
ওয়াশিংটন যখন তেহরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে, ঠিক সেই সময়ে ফ্রান্সে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে যে গত বছর (২০২৪) ফ্রান্সে ইরানের রপ্তানি ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইস্পাত উৎপাদনে বিশ্বে ইরানের অবস্থান দশম
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের একটি নতুন প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ৩ কোটি ১০ লাখ টন ইস্পাত উৎপাদনের মাধ্যমে ইরান এখনও বিশ্বজুড়ে অপরিশোধিত ইস্পাত উৎপাদনে দশম স্থানে রয়েছে।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জর্ডান
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন: "জর্ডান জর্ডানবাসীর, ফিলিস্তিন ফিলিস্তিনিবাসীদের এবং ফিলিস্তিনি সমস্যার সমাধান ফিলিস্তিনের মাধ্যমেই হতে হবে।"
ফিলিস্তিনিদের অন্য দেশে সরানোর বিরোধিতা করেছে মিশর
এক বিবৃতিতে, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি ইস্যুর রাজনৈতিক নিষ্পত্তির প্রতি কায়রোর জোরালো সমর্থনের কথা উল্লেখ করে বলেছে: "আমরা জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনকে তার আসল মালিকদের স্বল্প বা দীর্ঘ মেয়াদে নিজের ভূমি ছেড়ে অন্যত্র যেতে উৎসাহি বা বাধ্য করার বিরোধিতা করি।"
ইতামার বেন গাভির: উত্তর গাজায় ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন হামাসের জন্য বিজয় এবং ইসরাইলের সম্পূর্ণ আত্মসমর্পণ
ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের শুরুর প্রতিক্রিয়ায় বলেছেন: "উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন এমন একটি ঘটনা যা হামাস আন্দোলনের বিজয় এবং ইসরাইলের সম্পূর্ণ আত্মসমর্পণ।"
ইরান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার
কাবুলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সাথে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরান ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়েছেন।
রাশিয়ার আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় ব্রিটেনের জড়িত থাকার অভিযোগ
একজন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন যে ব্রিটিশ সেনাবাহিনী ইউক্রেনীয় সৈন্যদেরকে রাশিয়ার আবাসিক এলাকায় আক্রমণ করার প্রশিক্ষণ দিয়েছেন। তিনি বলেন: "ইংল্যান্ডের ডাউনহোমে একটি সামরিক কেন্দ্র ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল যেখানে শহুরে পরিবেশের অনুকরণে বিশেষ ডিজাইন করা হয়েছিল।"
বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে ইরানের ভূমিকা
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন অফিসের মহাপরিচালক মোহসেন ইসলামি বলেছেন, বেলারুশিয়ান কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে ইরানের নির্বাচন দপ্তরের একটি প্রতিনিধিদল দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে মিনস্ক সফরে গেছেন। ইরানের পর্যবেক্ষক প্রতিনিধিদল বেলারুশের রাজধানী মিনস্কের নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষ করবেন।
গাজায় ১০টি মসজিদ নির্মাণ করবে ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ান মসজিদ কাউন্সিলের প্রধান ইউসুফ কালা বলেছেন: "ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের অংশ হিসাবে কাউন্সিল গাজা উপত্যকায় ১০টি মসজিদ নির্মাণ করে দেবে।"#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।