জার্মানিকে মার্কিন সাময়িকীর হুঁশিয়ারি: বিশ্ব-সমাজের আঘাতের জন্য তৈরি থাকুন
(last modified Mon, 17 Feb 2025 14:04:14 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ২০:০৪ Asia/Dhaka
  • জার্মানিকে মার্কিন সাময়িকীর হুঁশিয়ারি: বিশ্ব-সমাজের আঘাতের জন্য তৈরি থাকুন

পার্স টুডে –ফরেন পলিসি সাময়িকী বলেছে, জার্মান সরকার যদি ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞে মদদ দেয়া বন্ধ না করে, তাহলে শীঘ্রই এই সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই অপরাধের সহযোগী হিসাবে চিহ্নিত হবে।

বিখ্যাত এই মার্কিন সাময়িকী মনে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগ্রাসী ভূমিকা ও (কথিত) হলোকাস্টে জড়িত থাকার দায়ে জার্মানির সুনাম নষ্ট হওয়ায় ইহুদিবাদী মহলের মন জয় করতে জার্মানি অপরাধযজ্ঞে জড়িত ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষের কোনো ধরনের সমালোচনাই সহ্য করে না। 

ফরেন পলিসিতে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রবন্ধে লেখক ইহুদিবাদী ইসরাইলের প্রতি জার্মান সরকারের নির্বিচার সহায়তা ও মদদের দিকে ইঙ্গিত করে লিখেছে, বার্লিন-সরকার ইসরাইলি অপরাধযজ্ঞ সম্পর্কে ঠিকই সচেতন কিন্তু জনসমক্ষে তা স্বীকার করে না বা ঘোষণা করে না; ফলে জার্মান সরকারের এই ভূমিকা তাকে ইসরাইলের এইসব অপরাধের সহযোগীতে পরিণত করেছে। 

ফরেন পলিসির দৃষ্টিতে জার্মানির দেয়া কোনো কোনো অস্ত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহার করেছে ইহুদিবাদী ইসরাইল। প্রবন্ধটিতে লেখা হয়েছে: যদিও জার্মান সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত মহলে এটা স্বীকার করছেন যে ইহুদিবাদীরা গাজায় অপরাধযজ্ঞে জড়িত কিন্তু জার্মান সরকার ইচ্ছা করেই জনমতকে নিয়ন্ত্রণ করছেন যাতে ইসরাইলকে মদদ দেয়ার বিষয়ে জবাবদিহি এড়ানো যায়। 

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট জানিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২৩ সাল নাগাদ ইহুদিবাদী ইসরাইল যত ভারী অস্ত্র আমদানি করেছে তার ত্রিশ শতাংশই এসেছে জার্মানি থেকে। এসব ভারি অস্ত্রের মধ্যে রয়েছে সাঁজোয়া যানের ইঞ্জিন যেসব ব্যবহার করা হয়েছে গাজার যুদ্ধে এবং লেবানন ও সিরিয়ার ওপর অবৈধ নানা হামলায়। 

২০২৩ সালে ইসরাইলে জার্মানির অস্ত্র রপ্তানি দশ গুণ বেড়েছিল আগের বছরের তুলনায়। এইসব অস্ত্রের বেশিরভাগই ২০২৩ সালের ৭ অক্টোবরের পর তথা গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর পাঠানো হয় ইসরাইলে। এইসব অস্ত্রের মধ্যে ছিল তিন হাজার ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও পাঁচ লাখ বুলেট। 
জনমত জরিপে দেখা গেছে প্রায় ষাট শতাংশ জার্মান ইহুদিবাদী ইসরাইলে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখার বিরোধী। অবশ্য জার্মানির প্রায় সব বড় রাজনৈতিক দল ইসরাইলে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখার পক্ষে সমর্থন যুগিয়েছে। ফরেন পলিসি ইহুদিবাদী ইসরাইলের প্রতি জার্মানির এমন নির্বিচার মদদের ধ্বংসাত্মক পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে লিখেছে, ইসরাইলি অপরাধযজ্ঞের সহযোগী হওয়ার কারণে বার্লিনের সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলোর সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জার্মানি আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়েছে। 

ফরেন পলিসি'র ওই প্রবন্ধের ভাষ্য অনুযায়ী জার্মান সরকারের উচিত ইসরাইলের সঙ্গে তার সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং আন্তর্জাতিক আইনের ব্যাপারে তার অঙ্গীকারগুলো ও বেসামরিক ব্যক্তিদের জীবন রক্ষা আর মানবাধিকার রক্ষার ব্যাপারে জার্মানির নৈতিক দায়িত্ব পদ-দলন না করা হয়। তা না হলে বার্লিন সরকার শিগগিরই আন্তর্জাতিক আদালতে এই অপরাধের সহযোগী হিসাবে দোষী বলে চিহ্নিত হবে। #

পার্স-টুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।