কল্পনার আধিপত্য: ইতিহাস ভিত্তিক আরবি সিরিয়ালগুলো কেন দর্শকপ্রিয় হতে ব্যর্থ হচ্ছে?
(last modified Sun, 09 Mar 2025 13:20:24 GMT )
মার্চ ০৯, ২০২৫ ১৯:২০ Asia/Dhaka
  • আরবি টিভি সিরিজের সাম্প্রতিক বিতর্কিত ছবিগুলোর মধ্যে একটি ছিল হেজাজের প্রাক-ইসলামী যুগে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের মায়ের স্লিপিং ড্রেস এবং আধুনিক আচরণের চিত্র
    আরবি টিভি সিরিজের সাম্প্রতিক বিতর্কিত ছবিগুলোর মধ্যে একটি ছিল হেজাজের প্রাক-ইসলামী যুগে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের মায়ের স্লিপিং ড্রেস এবং আধুনিক আচরণের চিত্র

পার্সটুডে- সৌদি-আরব থেকে প্রকাশিত সংবাদপত্র 'ওকাজ'-এর একজন লেখক লিখেছেন: বিশাল বিনিয়োগ সত্ত্বেও ইতিহাস ভিত্তিক আরবি সিরিজগুলো দর্শক নন্দিত হবার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যর্থ হচ্ছে।

'ওকাজ' সংবাদপত্রের সৌদি লেখক বুশরা আস-সাবায়ি সম্প্রতি টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে আরবি ইতিহাসি ভিত্তিক সিরিজের ব্যর্থতা বিশ্লেষণ করেছেন। তিনি লিখেছেন: বিশাল বিনিয়োগ এবং বিদেশী প্রযুক্তি বিশেষজ্ঞদের ব্যবহার করা সত্ত্বেও আরবি ঐতিহাসিক সিরিজগুলো দর্শকদের আকর্ষণে ব্যাপক ব্যর্থতার সম্মুখীন হচ্ছে।

পার্সটুডে আরও জানায়, ওকাজ সংবাদপত্রের লেখক আরও বলেছেন: আরবি ঐতিহাসিক ধারাবাহিকগুলোর ব্যর্থতার প্রধান কারণ হল সমসাময়িক বিষয়গুলোর সরাসরি প্রতিফলনের ওপর অতিরিক্ত নির্ভরতা, যা তাদেরকে পক্ষান্তরে বিজ্ঞাপনমূলক কাজে পরিণত করে এবং এর ফলে ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতা হারানোর কারণ হয়ে দাঁড়ায়।

এই সৌদি লেখক স্পষ্ট করে বলেছেন: আরবি এবং অ-আরবি সিরিজের মধ্যে মৌলিক পার্থক্য হলো সমসাময়িক রাজনৈতিক উদ্দেশ্যে কাল্পনিক আখ্যান উপস্থাপন করা। যদিও ঐতিহাসিক ফ্যান্টাসিও সফল হতে পারে।

বুশরা আস-সাবায়ি আরও বলেন: আরব ঐতিহাসিক সিরিজগুলোর বিশ্বব্যাপী আবেদনের অভাব রয়েছে, কারণ তাদের শিক্ষামূলক এবং প্রচারমূলক পদ্ধতি আরব সংস্কৃতি সম্পর্কে বিশ্বব্যাপী দর্শকদের কৌতূহল মেটাতে প্রতিবন্ধকতা তৈরি করে।

সম্প্রতি সৌদি স্যাটেলাইট নেটওয়ার্কে 'মুয়াবিয়া' শিরোনামে উমাইয়া খলিফার জীবনী ভিত্তিক একটি সিরিজ সম্প্রচার করা হয়েছে। ধর্মীয় উত্তেজনা উস্কে দেওয়ার আশঙ্কায় ইরাকে ওই সিরিজটি নিষিদ্ধ করা হয়এছ এবং পবিত্র ব্যক্তিত্বদের চিত্রায়িত করার কারণে মিশরেও ওই সিরিজটির বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আরব বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ধারাবাহিক হিসেবে বিবেচিত মুয়াবিয়ার জীবনী ভিত্তিক টেলিভিশন ধারাবাহিক 'মুয়াবিয়া'র প্রদর্শনীর বিরুদ্ধে অনেক ইসলামী দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।