তুরস্কে কী ঘটছে?
(last modified Fri, 21 Mar 2025 13:36:41 GMT )
মার্চ ২১, ২০২৫ ১৯:৩৬ Asia/Dhaka
  • তুরস্কে কী ঘটছে?

পার্সটুডে- দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত বুধবার ভোরে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে তার বাসভবনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বিরোধী দলগুলো গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন মেয়র একরেম ইমামোগলু। 

পার্সটুডের তথ্য বলছে- একরেম ইমামোগলুকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। এই গ্রেপ্তারকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন সমালোচকেরা। তুরস্কের ইস্তাম্বুলের সিটি হলের বাইরে হাজারো মানুষ জড়ো হয়ে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন।
ব্যাপক বিক্ষোভের পর তুরস্কের ইস্তাম্বুলের গভর্নর ২৩শে মার্চ পর্যন্ত ঐ প্রদেশে জমায়েত এবং বিক্ষোভ নিষিদ্ধ করেছেন।

অবশ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার সন্ধ্যায় ইস্তাম্বুলের সিটি হলের বাইরে হাজার হাজার মানুষের সমাবেশে সিএইচপি নেতা ওজগুর ওজেল ইমামোগলুকে তুরস্কের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

ইতিমধ্যে আঙ্কারার মেয়রও একরেম ইমামোগলুর প্রতি তার সমর্থন ঘোষণা করেছেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত স্থগিত করেছেন।

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দেশটির সংসদে এমপিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, বাক-বিতণ্ডা হয়। 
অন্যদিকে, ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, বিরোধী দল দুর্নীতির অভিযোগের জবাব দেওয়ার পরিবর্তে রাজনৈতিক স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একরেম ইমামোগলুর গ্রেপ্তারের বিরুদ্ধে বৃহস্পতিবার টানা দ্বিতীয় রাতে বিক্ষোভের সময় বিভিন্ন এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।