ওয়াশিংটন গাজায় ইসরাইলি গণহত্যার অংশীদার: মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব
(last modified Thu, 08 May 2025 12:42:06 GMT )
মে ০৮, ২০২৫ ১৮:৪২ Asia/Dhaka
  • রাশিদা তালিব
    রাশিদা তালিব

পার্স টুডে: মার্কিন কংগ্রেসের প্রগতিশীল ডেমোক্র্যাট সদস্য রাশিদা তালিব তার দেশকে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার অংশীদার বলে মনে করেন।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ এক পোস্টে তিনি বলেছেন, "যুক্তরাষ্ট্র গাজা ধ্বংসযজ্ঞে ইসরাইলের অংশীদার এবং ফিলিস্তিনিদের গণহত্যায় তাদের সহযোগী।"

ইসরাইল ৬৪ দিন ধরে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে উল্লেখ করে রাশিদা তালিব বলেন, যুদ্ধাপরাধী নেতানিয়াহু পুরো ফিলিস্তিনি জনগণকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, জাতিগত নিধন চালানো এবং গাজাকে সম্পূর্ণ ধ্বংস করে নিজেদের সঙ্গে একীভূত করার পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনা ইসরাইলের শুরু থেকেই ছিল এবং যুক্তরাষ্ট্র এই গণহত্যার সক্রিয় সহযোগী।

রাশিদা তালিব মার্কিন কংগ্রেসের প্রথম ফিলিস্তিন-মার্কিন নারী সদস্য যিনি ইসরাইলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। গাজায় ইসরাইলের গণহত্যায় মার্কিন সমর্থনের সমালোচনা করায় তিনি বেশ কয়েকবার তোপের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিন্দা প্রস্তাবও পাস হয়েছে।#

পার্সটুডে/এমএআর/৮