তেহরান বইমেলা: ইতিহাস ও প্রতিরোধের পসরা সাজিয়ে বসেছে ইয়েমেন
-
ইয়েমেনের প্যাভিলিয়ন
পার্সটুডে- তেহরান আন্তর্জাতিক বইমেলায় ইয়েমেনি প্যাভিলিয়নের প্রধান আব্দুল রহমান রাজেহ বলেছেন, ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে ইরান ও ইয়েমেনের মধ্যে মিল রয়েছে।
তেহরান আন্তর্জাতিক বইমেলায় ইয়েমেনি প্যাভিলিয়নের প্রধান আজ (রোববার) আরও বলেছেন, "ইরানি কবিদের কবিতা এবং ফার্সি প্রবাদে ইয়েমেনের উপস্থিতি রয়েছে, যা দুই জাতির মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্কের গভীরতা নির্দেশ করে।"
পার্সটুডে'র তথ্য বলছে, আব্দুল রহমান রাজেহ বইমেলার ইতিবাচক প্রভাব সম্পর্কে বলেছেন, বইমেলায় ইয়েমেনের উপস্থিতির মধ্যদিয়ে দুই দেশের জনগণ একে অপরের সক্ষমতা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। ইরানি জনগণকে ইয়েমেনের ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি।
রাজেহ আরও বলেন, "ইয়েমেন ও ইরানের মধ্যে চমৎকার সাংস্কৃতিক সংযোগ রয়েছে এবং আহলে বাইতের প্রতি ভালোবাসার ক্ষেত্রে ইরানের প্রিয় জনগণের সাথে আমাদের অনেক মিল রয়েছে।"
তিনি বলেন, মানুষ আমাদের প্যাভিলিয়নে আসে। তারা আমাদের প্রতি, আমাদের প্রতিরোধ, সাইয়্যেদ আব্দুল মালিক আল-হুথি এবং গাজার জনগণের প্রতি সমর্থন সম্পর্কে কথা বলে।
তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় এখন ৩৬তম তেহরান আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।