আলজেরিয়া থেকে দুই ফরাসি গুপ্তচরকে বহিষ্কার; মিশরে ইরানের সাংস্কৃতিক কূটনীতি
(last modified Mon, 12 May 2025 14:30:21 GMT )
মে ১২, ২০২৫ ২০:৩০ Asia/Dhaka
  • পার্সটুডে-আলজেরিয়া কর্তৃপক্ষ তাদের ২ জন ফরাসি গুপ্তচরকে বহিষ্কার করেছে
    পার্সটুডে-আলজেরিয়া কর্তৃপক্ষ তাদের ২ জন ফরাসি গুপ্তচরকে বহিষ্কার করেছে

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, আলজেরিয়ার মিডিয়া আজ (সোমবার) এক প্রতিবেদনে ওই তথ্য জানায়।  

দেশটির কর্তৃপক্ষ ফরাসি অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার সাথে যুক্ত ওই ২ সদস্যকে আলজেরিয়া থেকে বহিষ্কার করেছে। রিপোর্ট অনুযায়ী, এই ফরাসি সদস্যরা কূটনৈতিক মিশনের নামে আলজেরিয়ার অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আলজেরিয়ায় পরিচালিত তদন্তে দেখা গেছে, ফরাসি পক্ষ আলজেরিয়ার কর্তৃপক্ষকে উল্লিখিত সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত তথ্য জানায় নি। দেশটি সেজন্য ওই ২ গুপ্তচরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এক মাস আগে, আলজেরিয়া ফ্রান্সের দূতাবাস এবং কনস্যুলেটের ১২ জন কর্মীকেও বহিষ্কার করেছিল।

 

সুদান | র‍্যাপিড রি-অ্যাকশন ফোর্স সুদানের ফাশিরে ১৪ বেসামরিক নাগরিককে হত্যার দায়ে অভিযুক্ত

সুদানের ফাশির শহরের সুদানী কর্মীরা রোববার র‍্যাপিড রি-অ্যাকশন ফোর্সের বিরুদ্ধে 'আবুশোক শরণার্থী শিবিরে' এবং শহরের বেশ কয়েকটি এলাকায় মর্টার হামলায় একটি পুরো পরিবার সহ ১৪ জন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ এনেছে। এছাড়াও তাদের বোমা হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবুশোক শিবির দারফুর অঞ্চলের বৃহত্তম শরণার্থী শিবিরগুলির মধ্যে একটি, যা ফাশির শহরের উত্তরে অবস্থিত। এর আগে, সুদানী সূত্রগুলো সুদানের কর্ডোফান রাজ্যের আল-ওবায়েদ শহরে একটি কারাগার এবং হাসপাতালে র‍্যাপিড রি-অ্যাকশন ফোর্স'র ড্রোন হামলায় কয়েক ডজন লোক নিহত ও আহত হওয়ার খবর দিয়েছিল।

 

মিশর | জরুরি ভিত্তিতে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে: মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। গাজা উপত্যকায় যুদ্ধের মানবিক পরিণতি থেকে দূরে থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রণালয় আজ (সোমবার) একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে হামাসের কাছে থাকা আমেরিকার বন্দীকে মুক্তি দিতে হামাসের সম্মতির প্রতিক্রিয়া জানানো হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে মিশর এবং কাতার হামাসের ওই পদক্ষেপকে স্বাগত জানায় এবং এই পদক্ষেপকে আলোচনায় ফিরে আসার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়।

 

মরক্কো | মরক্কোর তানজিয়ার শহরে গাজার সঙ্গে একাত্মতা প্রকাশ

মরক্কোর তানজিয়ার শহরে ফিলিস্তিনের সমর্থকরা সোমবার গাজা উপত্যকার বাসিন্দাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। ফিলিস্তিনিদের ওপর চলমান যুদ্ধ, অবরোধ এবং পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির নিন্দা জানিয়েছে। ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং ফিলিস্তিনিরা টানা তৃতীয় মাসের মতো পরিপূর্ণ অবরোধের মধ্যে রয়েছে। এই পরিস্থিতি বিশেষ করে শিশুদের মধ্যে দুর্ভিক্ষ এবং নিত্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

ইরান - মিশর | মিশরে ইরানের সাংস্কৃতিক কূটনীতি

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী আনুশিরভান মোহসেনি-বান্দপি সোমবার এই মন্ত্রণালয়ের মন্ত্রী সাইয়্যেদ রেজা সালেহি-আমিরির মিশর সফরকে 'ঐতিহাসিক, পথপ্রদর্শক এবং অত্যন্ত প্রভাবশালী' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন: সালেহি-আমিরির মিশর সফর দেশীয় ও বিদেশী মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এবং আরব বিশ্ব ও আফ্রিকার সাথে ইরানের সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ও গভীর পরিবর্তনের পথ প্রশস্ত করতে পারে। এই ঘটনাটি দেশের পর্যটন কূটনীতির একটি টার্নিং পয়েন্ট হিসাবে বিশ্ব সম্প্রদায়ের কাছে ইরানের শান্তি, পারস্পরিক সহযোগিতা এবং সভ্যতা-কেন্দ্রিকতার বার্তা পৌঁছে দেয়।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।