ইরানের বিরুদ্ধে ইউরোপ কি 'চাপ ও প্রলোভন' নীতিতে ফিরে যাচ্ছে?
পার্সটুডে : বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস' এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে আবারো তাদের ব্যর্থ 'হুমকি ও প্রতিশ্রুতি' নীতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অ্যাক্সিওসের বরাত দিয়ে পার্সটুডে জানায়, আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা আগস্ট মাসের মধ্যে ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি সম্পাদনের জন্য একটি সময়সীমায় একমত হয়েছেন। যদি আগস্টের শেষ নাগাদ চুক্তি না হয়, তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো আরও জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো ইরানকে জানাতে চায় যে, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চয়তা দিতে পারে, তবেই তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
তবে বাস্তবতা হলো, সাত বছর আগে ইরান সম্পূর্ণভাবে জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) মেনে চললেও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ও অবৈধভাবে এই চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
যেসব পশ্চিমা শক্তি আমেরিকার চুক্তি লঙ্ঘনের সময় নীরব ছিল, তারা এখন নতুন শর্ত ও জোরপূর্বক সময়সীমা চাপিয়ে দিয়ে আবারও ইরানের ওপর চাপ বাড়ানোর পথে হাঁটছে।
বিশ্লেষকদের মতে, এই কৌশল কেবল অচলাবস্থা নিরসনে ব্যর্থই হবে না, বরং এটি পশ্চিম এশিয়ায় নতুন উত্তেজনা তৈরি করবে।#
পার্সটুডে/এমএআর/১৬