গাজা গণহত্যা: ইরানের হুঁশিয়ারি/ ককেশাস সংকটের আঞ্চলিক সমাধানে মস্কোর গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/world-i151070
পার্সটুডে - ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরায়েলের গাজা উপত্যকা পুরোপুরি দখলকে গণহত্যা বলে অভিহিত করেছে এবং এই অপরাধযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
(last modified 2025-08-10T10:44:02+00:00 )
আগস্ট ১০, ২০২৫ ১৬:৪০ Asia/Dhaka
  • • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

পার্সটুডে - ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরায়েলের গাজা উপত্যকা পুরোপুরি দখলকে গণহত্যা বলে অভিহিত করেছে এবং এই অপরাধযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

পার্সটুডে-র আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরাখবরে গাজা সংকটের ব্যাপারে ইউরোপের নিষ্ক্রিয়তার বিষয়ে ইউরোপীয় সংসদে সমালোচনা, ককেশাসে আঞ্চলিক সমাধানের উপর রাশিয়ার গুরুত্বারোপ এবং ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা হ্রাসের মতো বিষয়সহ আরো কিছু বিষয় এখানে তুলে ধরা হলো:

গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে ইরান সতর্ক করেছে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার সাম্প্রতিক গাজা উপত্যকা পুরোপুরি দখল এবং এর বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রস্তাবের নিন্দা জানিয়েছে এবং এ পদক্ষেপকে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা অব্যাহত রাখার এবং ফিলিস্তিনের পরিচয় ও অস্তিত্ব মুছে ফেলার পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা এবং অধিকৃত ফিলিস্তিনের ঘটনাবলী সম্পর্কে এক বিবৃতি জারি করে আরও জানিয়েছে: ইরান, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে অব্যাহত গণহত্যা এবং বায়তুল মোকাদ্দাসে ইসলামের পবিত্র স্থাপনাগুলোতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ঘৃণা জানায়। একইসাথে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সাথে সংহতি ঘোষণা করায় স্বাধীন সব সরকার ও জাতিগুলোর সমর্থনের প্রশংসা করার পাশাপাশি, গণহত্যা বন্ধ করার এবং গাজার নিপীড়িত জনগণকে জরুরি সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব পালনের উপর জোর দিয়েছে।

ককেশাসে শান্তি প্রতিষ্ঠা যেন বাইরের হস্তক্ষেপের সুযোগ না দেয়: রাশিয়া

আর্মেনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে ককেশাসে বাইরের শক্তির প্রবেশ এবং হস্তক্ষেপ এই অঞ্চলে  যাতে আরও সমস্যা তৈরি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং সর্বোত্তম বিকল্প হল রাশিয়া, ইরান এবং তুরস্কের সহায়তায় যৌথভাবে সমস্যা সমাধান খুঁজে বের করতে হবে। মারিয়া জাখারোভা জোর দিয়ে বলেছেন: বাইরের শক্তির উচিত এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, বিরোধ সৃষ্টি করা নয়।

গাজা সংকটে ইইউর নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি আনা মিরান্ডা বলেছেন যে গাজায় ইসরায়েলের অপরাধযজ্ঞ বন্ধে সরকারগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ সম্পর্কে সরকারগুলোর নীরবতার সমালোচনা করে মিরান্ডা আরও বলেন: গাজায় গণহত্যা ইস্যুতে জনগণ এবং সরকারী অবস্থানের মধ্যে বড় পার্থক্য রয়েছে এবং ইইউ ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করতে হবে। ইইউ পার্লামেন্টে বাম, গ্রিন, সমাজতান্ত্রিক এবং প্রগতিশীল ডেমোক্র্যাট গোষ্ঠীর প্রধানরা পূর্বে ইইউর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লেখা একটি চিঠিতে গাজা উপত্যকা এবং অন্যান্য অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যা ঘটছে তার প্রতি ইইউর নিষ্ক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার সমালোচনা করেছিলেন।

গাজার দুর্ভিক্ষ নিয়ে আমেরিকান ডাক্তারের বেদনাদায়ক প্রতিবেদন

সদ্য গাজা থেকে ফিরে আসা একজন আমেরিকান ডাক্তার মার্ক ব্রাউনার গাজা উপত্যকারয় ভয়াবহ দুর্ভিক্ষের কথা উল্লেখ করে বলেছেন: "ক্ষুধার কারণে গাজা উপত্যকার বাসিন্দাদের টিউমার এবং সংক্রমিত ক্ষত দেখা দিয়েছে এবং এই অঞ্চলের জন্য অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতি প্রয়োজন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইসরায়েল এই অঞ্চলের উপর আক্রমণ ও বোমাবর্ষণের পাশাপাশি গাজার জনগণকে অনাহারের মধ্যে রেখেছে।

ভারত-চীন সীমান্ত উত্তেজনা হ্রাস; কারিগরি আলোচনা অব্যাহত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, "দেপসাং" এবং "ডেমচক" সীমান্ত পয়েন্টগুলোতে টহল পরিকল্পনার বিষয়ে নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে চুক্তি বাস্তবায়িত হয়েছে এবং "পূর্ব লাদাখ" সীমান্ত এলাকায় পূর্ববর্তী চুক্তির বিধানগুলোও বহাল রাখা হয়েছে। ভারতীয় কূটনৈতিক দফতরের একটি প্রতিবেদন অনুসারে, নয়াদিল্লি চীনা কর্মকর্তাদের সাথে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা  চলছে।#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।