ট্রাম্পের নজিরবিহীন শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন ভোক্তাদের ক্ষতির মাত্রা
https://parstoday.ir/bn/news/world-i151104
পার্স টুডে - প্রায় ১০০ বছরের মধ্যে প্রথমবারের মতো সার্বিক মার্কিন আমদানি করের হার নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
(last modified 2025-08-13T10:49:29+00:00 )
আগস্ট ১১, ২০২৫ ১৯:৩৮ Asia/Dhaka
  • ট্রাম্পের নজিরবিহীন শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন ভোক্তাদের ক্ষতির মাত্রা
    ট্রাম্পের নজিরবিহীন শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন ভোক্তাদের ক্ষতির মাত্রা

পার্স টুডে - প্রায় ১০০ বছরের মধ্যে প্রথমবারের মতো সার্বিক মার্কিন আমদানি করের হার নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

ডজন ডজন দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন শুল্ক আরোপের পর ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি কীভাবে ভোক্তা এবং নানা পেশা ও ব্যবসাগুলোকে প্রভাবিত করছে তা এখন স্পষ্ট হয়ে উঠছে।

এনবিসি নিউজের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে যে বেশিরভাগ দেশ ১৫ শতাংশ মার্কিন শুল্কের মুখোমুখি, বেশ কয়েকটি এশিয়ান দেশ ১৯ শতাংশ এবং অন্যান্য দেশকে ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে রাখা হয়েছে। বাণিজ্য চুক্তি না হলে চীনা তৈরি পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্কও আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

মার্কিন সরকারের নতুন তথ্য থেকে দেখা যাচ্ছে যে জুন মাস থেকে শুল্কের ফলে দেশটিতে মুদি দোকানের নানা পণ্য, আসবাবপত্র এবং গৃহস্থালী সরঞ্জামের দাম বেড়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের পর্যবেক্ষণ অনুসারে শুল্কের ফলে স্বল্পমেয়াদে দাম ১.৮% বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এর ফলে আমেরিকান পরিবারগুলোর বার্ষিক আয় ২,৪০০ ডলার হ্রাস পাবে।

আমরা এখানে কিভাবে এলাম

এপ্রিল মাসে ট্রাম্প ৬৬টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন। এই পদক্ষেপের তথাকথিত লক্ষ্য বা দাবি ছিল দেশীয় উৎপাদনকে মদদ দেয়া এবং বিশ্ব বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা। সংক্ষিপ্ত স্থগিতাদেশের পর তিনি ১০% সাধারণ কর আরোপ করেন এবং তারপর সতর্ক করেন যে ১ আগস্ট থেকে শুল্ক বৃদ্ধি পাবে, যা অবশেষে গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

কানাডিয়ান পণ্যের উপর ৩৫ শতাংশ এবং ব্রাজিলিয়ান পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। নয়াদিল্লির রাশিয়ান তেল কেনার কারণে ভারত থেকে আমদানির উপর শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার জন্য ট্রাম্প সম্প্রতি একটি আদেশে স্বাক্ষর করেছেন। অ্যালুমিনিয়াম, ইস্পাত এবং ওষুধের উপর বিকেন্দ্রীভূত শুল্কও বহাল রয়েছে।

দাম বৃদ্ধি শুরু হয়েছে

মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে যে জুন মাসে দ্রব্যমূল্য বেড়েছে। শুল্ক বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পণ্যগুলির মধ্যে রয়েছে পোশাক ও জুতা। জুতার দাম ৩৯ শতাংশ এবং পোশাকের দাম ৩৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকানরা এখন আমদানিকৃত পণ্য খাতে ১৮.৬ শতাংশ করের শিকার যা ১৯৩৩ সালের পর সর্বোচ্চ রেকর্ড।

খাদ্য ও পানীয়ের দাম ক্রমশ বাড়ছে

একটি নির্দলীয় কর ফাউন্ডেশন-এর বিশ্লেষণে দেখা গেছে যে শুল্ক খাদ্যের দাম বাড়িয়ে দেবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন করে না। মাছ, কফি, অ্যালকোহলযুক্ত পানীয়, কলা এবং বিয়ারের দামও বাড়তে পারে। অ্যালকোহল শিল্প ইউনিয়নগুলো সতর্ক করে দিয়েছে যে ইউরোপীয় পানীয়ের উপর ১৫% শুল্ক আরোপের ফলে ২৫,০০০ এরও বেশি কর্মসংস্থান হ্রাস পেতে পারে এবং বিক্রয়ে ২ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।

আপাতত গাড়ির দাম অপরিবর্তিত

ফেরারির মতো কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গাড়ির দাম বাড়িয়েছে, তবে বেশিরভাগ ব্র্যান্ড শুল্ক সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে। তবে পরিস্থিতি বদলে যেতে পারে। জেনারেল মোটরস সতর্ক করে দিয়েছে যে বছরের তৃতীয় ত্রৈমাসিক স্তরে শুল্কের প্রভাব আরও বেশি অনুভূত হবে। টয়োটাও বছরের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে ৩৭% মুনাফা হ্রাসের কথা জানিয়েছে এ ক্ষতির জন্য ট্রাম্পের শুল্ক  হার বৃদ্ধিকে দায়ী করেছে।

যেসব অংশ এখনও অস্পষ্ট

নতুন শুল্ক আরোপ সত্ত্বেও এই নীতিমালার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। শুল্ক আরোপের জন্য ট্রাম্পের জরুরি ক্ষমতা আইন ব্যবহার আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং এটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে। চীনা পণ্যের উপর শুল্ক এখনও চূড়ান্ত হয়নি। ট্রাম্প ৮০০ ডলারের কম মূল্যের প্যাকেজের জন্য কর ছাড়ও বাতিল করেছেন। এই ছাড় ছিল এমন এক ব্যবস্থা যার মাধ্যমে ই-কমার্স কোম্পানিগুলো শুল্ক প্রদান এড়াতে পারত। ২৯ আগস্টের পর থেকে এই সুবিধাও বাতিল হয়ে যাবে। #

পার্সটুডে/এমএএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।