আমেরিকা-ব্রাজিল উত্তেজনা বৃদ্ধি; নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ট্রাম্পের কুশপুত্তলিকায় আগুন
https://parstoday.ir/bn/news/world-i150944
পার্সটুডে- ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট নতুন শুল্ক আরোপ করেছেন।
(last modified 2025-08-07T11:15:30+00:00 )
আগস্ট ০৫, ২০২৫ ১৮:২৯ Asia/Dhaka
  • জাইর বলসোনারো, ডোনাল্ড ট্রাম্প এবং লুলা দা সিলভার ছবি
    জাইর বলসোনারো, ডোনাল্ড ট্রাম্প এবং লুলা দা সিলভার ছবি

পার্সটুডে- ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট নতুন শুল্ক আরোপ করেছেন।

আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর পূর্বে আরোপিত ১০ শতাংশ শুল্ক হারের সাথে ৪০ শতাংশ যোগ করে একটি আদেশে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার পার্সটুডে-র এক প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবং তার হাজার হাজার সমর্থকদের দেশটির সরকার কর্তৃক হয়রানি, ভয় দেখানো, সেন্সরশিপ এবং আইনি বিচার মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং ব্রাজিলে আইনের শাসনকে দুর্বল করে দিয়েছে।

ট্রাম্প এর আগে গত মাসের (জুলাই) গোড়ার দিকে লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পাঠানো একটি চিঠিতে ব্রাজিলের প্রেসিডেন্টকে হুমকি দিয়েছিলেন যে যদি ব্রাজিল বলসোনারোর বিরুদ্ধে বিচার শেষ না করে তাহলে তিনি ব্রাজিলের আমদানির উপর ভারী শুল্ক আরোপ করবেন।

আমি ভীত নই

এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে ভয় পান না। লুলা মার্কিন প্রেসিডেন্টকে আমেরিকার দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে ক্ষতিকর সম্পর্ক  তৈরি করার পটভূমি এড়ানোর আহ্বান জানিয়েছেন।

ব্রাজিলে জনসাধারণের বিক্ষোভ

এই প্রেক্ষাপটে আল জাজিরা ঘোষণা করেছে যে ব্রাজিলের আমদানিতে ৫০% শুল্ক আরোপের ট্রাম্পের পদক্ষেপ দেশটির জনগণের কাছ থেকে ব্যাপক জনপ্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ট্রাম্পের কুশপুত্তলিকা পুড়িয়ে এবং মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের নিন্দা জানিয়ে ব্রাজিলের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বলসোনারোর গ্রেপ্তারি পরোয়ানা বাড়ানো হয়েছে

রয়টার্স আরও জানিয়েছে: ব্রাজিলের সুপ্রিম কোর্ট গত ৪ আগস্টে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ তিনি আদালতের আদেশ অমান্য করেছিলেন এবং তার সন্তানদের মাধ্যমে সমর্থকদের সাথে যোগাযোগ করেছিলেন।

ব্রাজিলের বিচারককে শাস্তি

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, বলসোনারোর মামলার সাথে সম্পর্কিত মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের জন্য মার্কিন ট্রেজারি বিভাগ ব্রাজিলের বিচারক আলেকজান্দ্রে ডি মোরেসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সম্পদ জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা। ব্রাজিলের পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের ঘোষণার পর এই পদক্ষেপটি গুরুতর কূটনৈতিক অচলাবস্থার দিকে এগিয়ে গেছে।

প্রতিশোধ বিলম্বিত করার বিকল্প

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আরও জানিয়েছে যে ব্রাজিল সরকার আপাতত মার্কিন শুল্কের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ এড়াতে এবং ক্ষতিগ্রস্ত শিল্পের জন্য একটি অর্থনৈতিক সহায়তা প্যাকেজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।# 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।