১০টি চিত্রে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমে আলোচিত ১০টি গুরুত্বপূর্ণ ঘটনা
https://parstoday.ir/bn/news/world-i151158
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে চিত্রের মাধ্যমে তুলে ধরছে এই প্রতিবেদনে। গাজা থেকে ইউরোপ, কোরিয়া থেকে ভানুয়াটু পর্যন্ত—দেখুন কীভাবে বিশ্বের নানান স্থান থেকে খবর ছাপা হয়েছে মিডিয়াতে।
(last modified 2025-08-13T13:49:32+00:00 )
আগস্ট ১৩, ২০২৫ ১৯:২০ Asia/Dhaka
  • গাজায় শহীদ সহকর্মীদের স্মরণে দোহায় সমবেত হয়েছেন আল জাজিরার সংবাদকর্মীরা
    গাজায় শহীদ সহকর্মীদের স্মরণে দোহায় সমবেত হয়েছেন আল জাজিরার সংবাদকর্মীরা

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে চিত্রের মাধ্যমে তুলে ধরছে এই প্রতিবেদনে। গাজা থেকে ইউরোপ, কোরিয়া থেকে ভানুয়াটু পর্যন্ত—দেখুন কীভাবে বিশ্বের নানান স্থান থেকে খবর ছাপা হয়েছে মিডিয়াতে।

 এসোসিয়েটেড প্রেস: গ্রিসের পাত্রাস শহরের কাছে কাটো আখাইয়া গ্রামে দাবানলের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। অগ্নিনির্বাপণ বিমানগুলো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।  
এসোসিয়েটেড প্রেস: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরানসাস বন্দরে এক দম্পতি প্রাতঃভ্রমণে ব্যস্ত। সূর্যোদয়ের পটভূমিতে তাদের ছবি ধরা পড়েছে।
 ইরাকের কুফা থেকে কারবালা পর্যন্ত জিয়ারতকারীরা হেঁটে যাচ্ছেন। এই প্রাচীন রাস্তাটি ইউফ্রেটিস নদী ও নাজাফের খেজুরবাগানের পাশ দিয়ে গেছে।
এসোসিয়েটেড প্রেস: ব্রিটেনে চলছে তীব্র তাপদাহ। লন্ডনে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এ অবস্থায় লন্ডন চিড়িয়াখানার এশিয়াটিক সিংহ শাবক "মালি" রক্তের স্বাদযুক্ত আইসক্রিম চাটছে।
এসোসিয়েটেড প্রেস: দক্ষিণ কোরিয়ার সিউলে এক কর্মী জাতীয় দিবস উপলক্ষে উঁচু ভবনে বিশাল কোরিয়ার জাতীয় পতাকা টাঙানোর জন্য রশি ধরে ঝুলছে। ১৫ আগস্ট জাপানি উপনিবেশ থেকে মুক্তির দিনটি উদযাপন করা হচ্ছে।
এসোসিয়েটেড প্রেস: তুরস্কের চানাককালে শহরের গুজেলিয়ালি এলাকায় দাবানলে পশু মারা যাওয়ায় ৬৪ বছর কৃষক তুরকান ওজকান কাঁদছেন।
 এসোসিয়েটেড প্রেস: গাজা শহরে এক ফিলিস্তিনি শিশু গরমে পানির জেরিক্যান বহন করছে। স্থানীয় পানির ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছে।
 এসোসিয়েটেড প্রেস: ভানুয়াতুর ইফাতে দ্বীপের হাভানা বন্দরে প্রবালের ফাঁক থেকে একটি মুরেল মাছ মাথা বের করেছে।
এসোসিয়েটেড প্রেস: বসনিয়ার সারাজেভোয় তীব্র তাপদাহ ও খরার মধ্যে মিলজাকা নদীর প্রায় শুকিয়ে যাওয়া পুলের উপর দিয়ে একজন হেঁটে যাচ্ছেন। নদীতে শুধু শ্যাওলা দেখা যাচ্ছে।

পার্সটুডে/এমএআর/১২