ইরানের জাতীয় বাস্কেটবল দল এশিয়ান কাপের সেমিফাইনালে
https://parstoday.ir/bn/news/world-i151180
পার্সটুডে- ইরানের জাতীয় বাস্কেটবল দল এশিয়ান কাপের শীর্ষ চারে জায়গা করে নিয়েছে। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে ইরানের জাতীয় বাস্কেটবল দল শেষ মুহূর্তে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান কাপের শীর্ষ চারে উন্নীত হয়েছে।
(last modified 2025-08-15T09:42:52+00:00 )
আগস্ট ১৫, ২০২৫ ১৫:৩১ Asia/Dhaka
  • প্যারিস সেন্ট-জার্মেই ইউরোপীয় সুপার কাপ জিতেছে
    প্যারিস সেন্ট-জার্মেই ইউরোপীয় সুপার কাপ জিতেছে

পার্সটুডে- ইরানের জাতীয় বাস্কেটবল দল এশিয়ান কাপের শীর্ষ চারে জায়গা করে নিয়েছে। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে ইরানের জাতীয় বাস্কেটবল দল শেষ মুহূর্তে চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান কাপের শীর্ষ চারে উন্নীত হয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গুয়াম, জাপান এবং সিরিয়ার বিরুদ্ধে ইরানের জয়ের পর বুধবার সন্ধ্যায় কোয়ার্টার ফাইনালে সোটিরিস মানোলোপোলোসের দল চাইনিজ তাইপের মুখোমুখি হয় ইরান। ইরানের পক্ষে ৭৮-৭৫ স্কোর দিয়ে খেলা শেষ হয়।

ইরানের জাতীয় বাস্কেটবল দল এশিয়ান কাপের সেমিফাইনালে

এই জয়ের মাধ্যমে ইরানের জাতীয় বাস্কেটবল দল এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে এবং আগামী শনিবার শক্তিশালী অস্ট্রেলিয়ান দলের মুখোমুখি হবে বলে কথা রয়েছে।

প্যারিস সেন্ট-জার্মেই ইউরোপীয় সুপার কাপ জিতেছে

ইউরোপীয় সুপার কাপের ফাইনালে টটেনহ্যামের কাছে ২-০ গোলে পিছিয়ে থেকেও প্যারিস সেন্ট-জার্মেই দুর্দান্তভাবে খেলায় ফিরে এসে সমতা আনে। তারপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষে পেনাল্টি শুটআউটে গড়ায়। আর তাতে ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেয় প্যারিস সেন্ট-জার্মেই।#

পার্সটুডে/জিএআর/১৫