ইতালির বাণিজ্য মেলা থেকে ইসরায়েলকে বহিষ্কার; গাজায় ইসরায়েলি গোয়েন্দা ড্রোন আটক
-
ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে গাজার প্রতিরোধ বাহিনী।
পার্সটুডে-ফিলিস্তিনি গণমাধ্যম উত্তর গাজার আবাসিক এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের ব্যাপক হামলা এবং ফিলিস্তিনিদের শহীদ হওয়ার খবর দিয়েছে।
ফিলিস্তিনি কুদস নিউজ এজেন্সির মতে গত ২৪ ঘন্টা ধরে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার জাবালিয়াকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। পার্সটুডে অনুসারে, এই বিমান হামলা সরাসরি বাড়িঘর লক্ষ্য করে চালানো হয় যার ফলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে,দখলদাররা আহতদের চিকিৎসা এবং শহীদদের মৃতদেহ পরিবহনের জন্য সাহায্য কর্মী এবং অ্যাম্বুলেন্সগুলোকে এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার একটি বিবৃতি জারি করেছে যে ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ফলে ৬২,০৬৪ জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ১,৫৬,৫৭৩ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গত ২৪ ঘন্টায় ৬০ জন শহীদের মৃতদেহ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এই সময়ের মধ্যে ৩৪৩ জন আহত হয়েছেন।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত
আল-মাসিরাহ অনুসারে লেবাননের সংবাদমাধ্যম দক্ষিণ লেবাননের বিনতে জ্বাইল অঞ্চলে একটি ইসরায়েলি সামরিক গুপ্তচর ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছে। ইসরায়েলি টেলিভিশনের চ্যানেল ১২ ঘোষণা করেছে যে কারিগরি ত্রুটির কারণে দক্ষিণ লেবাননের বিনতে জ্বাইল অঞ্চলে ইসরায়েলি ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। লেবাননের কিছু অংশ দখল অব্যাহত রাখার পাশাপাশি ইসরায়েলি সরকার দক্ষিণ লেবাননে প্রতিদিন ড্রোন হামলা চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ইতালির সর্বশেষ পদক্ষেপ
ইতালীয় সংবাদ সংস্থা আকি জানিয়েছে যে দেশের অন্যতম প্রধান বাণিজ্য মেলা লিভান্তি প্রদর্শনীর কর্মকর্তারা ঘোষণা করেছেন যে তারা ইহুদিবাদী ইসরায়েলকে তার ৮৮তম সংস্করণ থেকে বাদ দিয়েছেন। এর আগে ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা ইহুদিবাদী শাসনের জন্য সামরিক অস্ত্র বহনকারী সৌদি জাহাজ ইয়ানবুকে প্রবেশে বাধা দিয়েছিলেন। জেনোয়া বন্দরের কর্মীরা বুঝতে পেরেছিলেন যে সরঞ্জামগুলো ইসরায়েলের জন্য পরিবহন করা হচ্ছে তখন সৌদি জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম নিয়ে অঞ্চলটি ছেড়ে যায়।
সানা: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্যারিসে ইসরায়েলি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন
সরকারি সিরিয়ার সংবাদ সংস্থা (সানা) জানিয়েছে যে গোলানি সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি প্যারিসে ইসরায়েলের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন। সানা অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবং সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে, ইসরায়েলি ১২ চ্যানেল ঘোষণা করেছিল যে, শাসক গোষ্ঠীর কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি মঙ্গলবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। সিরিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু অংশ ইসরায়েলি সেনাবাহিনীর দখলে থাকা অবস্থায় এই বৈঠকগুলি অনুষ্ঠিত হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের ইহুদিবাদী মন্ত্রীর গোপন সফর
হিব্রু ভাষার কান চ্যানেল জানিয়েছে যে তেল আবিবের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের নেতৃত্বে একটি ইহুদিবাদী প্রতিনিধিদল সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। এই সফরের সময়, ডার্মার গোপনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে সাক্ষাৎ করেছেন এবং উভয় পক্ষই গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হাতে ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের সন্ধান
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা "কুদস ব্রিগেডস" ব্যাটালিয়ন গাজা উপত্যকায় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন আটকের ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি সংবাদ সাইট শেহাবের মতে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা ঘোষণা করেছে যে তারা পূর্ব গাজার শুজাইয়াহ এলাকার আকাশে একটি মিশন পরিচালনাকারী একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন আটক করেছে। সম্প্রতি, গাজা শহরের "হায় আল-রিমাল" এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে।#
পার্স টুডে/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।