ইউক্রেনে যুদ্ধ থামেনি; অস্ত্র সরবরাহ বৃদ্ধির একইসাথে শুরু হয়েছে কূটনৈতিক অচলাবস্থা
-
• ইউক্রেনে যুদ্ধ অব্যাহত
পার্সটুডে- একটি আমেরিকান সংবাদমাধ্যম জানিয়েছে যে ট্রাম্প ইউরোপীয়দের ব্যয়ে ইউক্রেনে কয়েক হাজার গাইডেড ক্ষেপণাস্ত্র বিক্রি করতে সম্মত হয়েছেন।
ইউক্রেনে এমন একটি যুদ্ধ অব্যাহত রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলির হস্তক্ষেপের ফলে আরও জটিল আকার ধারণ করেছে এবং ব্যাপক সামরিক চালান কিয়েভে পাঠানো হচ্ছে। যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখো নিষ্ফল রয়ে গেছে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের কাছে ৩৩৫০টি ERAM গাইডেড ক্ষেপণাস্ত্র বিক্রি করতে সম্মত হয়েছে। এই চুক্তির মূল্য ৮৫ কোটি ডলার যা ইউরোপীয় দেশগুলি অর্থায়ন করবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যে এই ক্ষেপণাস্ত্রগুলো ২৪০ থেকে ৪৫০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই সমরাস্ত্র আগামী ৬ সপ্তাহের মধ্যে ইউক্রেনকে সরবরাহ করার কথা রয়েছে।
ইউক্রেনে শান্তি ফেরাতে এখনো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে: মের্টজ
এই বিষয়ে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টজ স্বীকার করেছেন যে ইউক্রেনে শান্তি অর্জন একটি চ্যালেঞ্জিং বিষয় এবং এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। মের্টজ শনিবার আরও যোগ করেছেন: "আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি। তবে আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। আমরা ১০ কিলোমিটার পথ ধরে আছি এবং আমরা কেবল মাত্র ২০০ মিটার পথ অতিক্রম করতে পেরেছি।"
রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়েছে: ইউক্রেন
অন্যদিকে, ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ওলগোভিচ কিসলিটসিয়া দাবি করেছেন যে পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য অর্থপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত এমন কোনও লক্ষণ নেই! তিনি জোর দিয়ে বলেছেন যে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়েছে কিন্তু আমরা পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত।
রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের দুটি শহর দখলের ঘোষণা দিয়েছে
এদিকে, ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী যখন "আঞ্চলিক বিষয়" নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার জন্য জেলেনস্কির প্রস্তুতির কথা ঘোষণা করেছেন, তখন মস্কো আরও দুটি গ্রাম দখলের ঘোষণা দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে যে রাশিয়ান বাহিনী দোনেৎস্ক অঞ্চলের সার্ডেনিয়ে এবং কোলবানবেক গ্রাম দখল করেছে। পশ্চিম রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও ঘোষণা দেয়া হয়েছে যে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত এবং বিধ্বস্ত হওয়ার ফলে প্ল্যান্টে আগুন লেগেছে, তবে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতে, প্ল্যান্টে তেজস্ক্রিয় নির্গমন হতে দেখা যায়নি এবং এটি স্বাভাবিক রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।