দায়েশের নিয়ন্ত্রণে থাকা ইরাকের অর্ধেক ভূমি মুক্ত হয়েছে: কেরি
(last modified Wed, 20 Jul 2016 19:40:44 GMT )
জুলাই ২১, ২০১৬ ০১:৪০ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নিয়ন্ত্রণে থাকা ইরাকের অর্ধেক ভূমি মুক্ত করা হয়েছে। তিনি আরো বলেছেন, উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই নতুন গতি লাভ করেছে।

ওয়াশিংটনে ইরাক বিষয়ক দাতা সম্মেলনের উদ্বোধনী ভাষণে জন কেরি এ মন্তব্য করেন। ইরাকি ভূমি উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে; এখন সিরিয়ার ভূমি উদ্ধারের কাজ করতে হবে।

ওয়াশিংটনের এ সম্মেলনে ২৪টি দেশ অংশ নিচ্ছে। আমেরিকার পাশাপাশি সম্মেলনের আয়োজক দেশের ভূমিকায় রয়েছে কানাডা, জার্মানি, জাপান ও নেদারল্যান্ড। ইরাকের যেসব এলাকায় মানবিক ত্রাণ সহায়তা দরকার সেসব এলাকার জন্য অন্তত ২০০ কোটি ডলার তহবিল সংগ্রহের জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কে কেরি বলেছেন, “এটি এমন একটি বিষয় যা সত্যিই দৃঢ় এবং বড় রকমের প্রতিশ্রুতির দাবি রাখে। কানাডা এরইমধ্যে ঘোষণা করেছে, এ তহবিলে তারা ২০ কোটি ডলার দেবে। এছাড়া, ইরাকের পুনর্গঠনে আগামী তিন বছরে কানাডা আরো ১৬০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১  

ট্যাগ