ইউরোপীয়রা কেবল কথা বলে: ট্রাম্প
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে আরব যুব সমাজকে সাহায্য করতে প্রস্তুত ইরানি শিক্ষার্থীরা
-
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে আরব যুব সমাজকে সাহায্য করতে প্রস্তুত ইরানি শিক্ষার্থীরা
পার্সটুডে-ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল আরব দেশগুলোর যুবকদের কাছে একটি চিঠিতে লিখেছে, তারা তাদের প্রকৌশল ও বৈজ্ঞানিক আবিষ্কারগুলো ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে যুদ্ধে আরব দেশগুলোকে সাহায্য করার জন্য প্রস্তুত।
ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি দল গতকাল রোববার আরব দেশগুলোর যুবকদের কাছে একটি চিঠি লিখেছে। কাতারের ওপর ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের কথা উল্লেখ করে ঐ চিঠিতে জানিয়েছে, এই অপরাধমূলক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ এবং লড়াই ছাড়া আর কোনও সমাধান নেই। কোনো প্রত্যাশা ছাড়াই আরব ভাইদের সাথে আমাদের প্রকৌশল ও বৈজ্ঞানিক আবিষ্কারগুলি ভাগ করে নিতে প্রস্তুত
পার্সটুডে জানিয়েছে, চিঠিতে বলা হয়েছে, আমরা এবং পাকিস্তানি ভাইয়েরা আপনাদেরকে ক্ষেপণাস্ত্র, পারমাণবিক, উপগ্রহ, জৈবিক এবং অন্য যে কোনও কৌশলগত জ্ঞান বিনামূল্যে প্রদান করতে প্রস্তুত।
চিঠিতে আরও বলা হয়েছে, গত দুই বছরের ঘটনাবলীর বিশ্লেষণে স্পষ্টভাবে দেখা যায় যে, আলোচনা এবং কূটনীতি কেবল এই সংকটের সমাধান নয় বরং ইহুদিবাদী ইসরাইল এবং তার বড় সমর্থক ও অপরাধী আমেরিকার আগ্রাসন পরিকল্পনারও অংশ। সাম্প্রতিক অভিজ্ঞতা প্রমাণ করে যতবারই আলোচনার কথা বলা হয়েছে ততবারই আক্রমণ এবং হত্যা তীব্র করার পরিকল্পনা করা হয়েছে।
ইউরোপকে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা বন্ধ করতে হবে: ট্রাম্প
রোববার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইউরোপকে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা বন্ধ করতে হবে। ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলির আরোপিত নিষেধাজ্ঞা যথেষ্ট নয় কারণ তারা কেবল কথা বলে এবং কিছুই করে না। তাদের অবশ্যই মস্কোর বিরুদ্ধে তাদের আরোপিত নিষেধাজ্ঞাগুলি মেনে চলতে হবে।
আগাম নির্বাচনই ফরাসি সংকটের একমাত্র সমাধান: লে পেন
ফরাসি জাতীয় র্যালি পার্টির সংসদীয় উপদলের নেতা মেরিন লে পেন দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আগাম নির্বাচনই ফরাসি সংকটের একমাত্র সমাধান।
ইসরায়েলের কোনও খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত নয়: স্পেন
স্পেনের উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ রোববার ফিলিস্তিনের সমর্থনে তার নাগরিকদের বিক্ষোভের প্রতি স্পষ্ট সমর্থন ব্যক্ত করেছেন। যার ফলে মাদ্রিদে ভুয়েল্টা সাইক্লিং রেসের চূড়ান্ত পর্ব বাতিল করা হয়েছে। তিনি আরও বলেছেন, স্প্যানিশ সমাজ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গাজায় গণহত্যার স্বাভাবিকীকরণকে প্রত্যাখ্যান করে এবং ইসরায়েলকে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়।
ইরান, ভেনিজুয়েলা এবং ফিলিস্তিনের সমর্থনে ব্রাজিলে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
ব্রাজিলের 'সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফ্রন্ট' এর উদ্যোগে এবং আমন্ত্রণে রবিবার সাও পাওলোর একাডেমি অফ সায়েন্সেসে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ব্রাজিল, ভেনিজুয়েলা, চিলি এবং কিউবার ৫০ টিরও বেশি রাজনৈতিক দল এবং বেসরকারি সংস্থার (এনজিও) গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত ছিল।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আরোপিত যুদ্ধে ইরানি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনে ইরান, ভেনিজুয়েলা, ইয়েমেন এবং কিউবার বিরুদ্ধে আগ্রাসী নীতি এবং একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানানো হয়।
অধিকৃত অঞ্চলগুলিতে ইয়েমেনি ড্রোন হামলা
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, দেশটির বিমান বাহিনী চারটি কার্যকরী ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলগুলিতে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ড্রোনগুলির মধ্যে তিনটি উম্মে আল-রিশরাশ এলাকার রামন বিমানবন্দরকে লক্ষ্য করে এবং চতুর্থ ড্রোনটি অধিকৃত ফিলিস্তিনের নেগেভ অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে।
গাজায় কোনও নিরাপদ স্থান নেই: লাজ্জারিনি
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজ্জারিনি রোববার বলেছেন, গাজায় বর্তমানে কোনও নিরাপদ স্থান নেই এবং বিমান হামলা তীব্রতর হচ্ছে। আরও বেশি সংখ্যক বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে অজানা অঞ্চলে চলে যেতে বাধ্য করা হচ্ছে।#
পার্সটুডে/জিএআর/১৫