ইসরায়েল কি ইহুদিদের প্রতিনিধিত্ব করে?
-
শত শত অর্থোডক্স ইহুদি নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশে অংশ নেন
পার্সটুডে: নিউ ইয়র্কের অর্থোডক্স ইহুদিরা ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভকালে গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।
শত শত অর্থোডক্স ইহুদি নিউ ইয়র্কে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ইসরায়েলি সরকারের গাজা নিয়ে কর্মকাণ্ডের নিন্দা জানান। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল- "ইহুদিবাদ-বিরোধিতা ইহুদি-বিদ্বেষ নয়" এবং "নেতানিয়াহু ও বেন-গাভির, ইহুদি জাতির এক নম্বর শত্রু।"
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা জানান, বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সদর দপ্তরে উপস্থিত হলে, তারা আরও বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
ওই বিক্ষোভে অংশগ্রহণকারী রাব্বি 'ডেভিড ফেল্ডম্যান' আনাতোলি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "নেতানিয়াহুর জাতিসংঘ সফর বিশ্বে এই ভুল ধারণা তৈরি করবে যে, তিনি সকল ইহুদির প্রতিনিধি এবং তার কার্যক্রম ইহুদি ধর্ম দ্বারা অনুমোদিত। অথচ ইসরাইল ও নেতানিয়াহু যা কিছুকে রক্ষা করে, তা ইহুদি ধর্মের সাথে পুরোপুরি সাংঘর্ষিক এবং আমাদের জাতির জন্য লজ্জার বিষয়।"
এ প্রসঙ্গে ইহুদিবাদী পত্রিকা "হা'রেৎজ" জানায়, "ইহুদীদের একটি প্রজন্ম গড়ে উঠছে যারা নিজেদেরকে ইসরায়েল থেকে আলাদা মনে করে।"
এই পত্রিকা এই পত্রিকা ৩০ বছর বয়সী মার্কিন ইহুদী অভিনেত্রী "হানা আইনবাইন্ডার"-এর উদ্ধৃতি দিয়ে লিখেছে, "একজন মার্কিন ইহুদি হিসেবে, আমি লজ্জিত ও ক্ষুব্ধ যে, গাজার জনগণের গণহত্যা আমেরিকার নাগরিকদের করের মাধ্যমে অর্থায়ন করা হয়।" আইনবাইন্ডার জোর দিয়ে বলেন: "একজন ইহুদি হিসেবে আমার দায়িত্ব হল ইহুদীদের ও ইসরায়েল সরকারের মধ্যে পার্থক্য নির্ধারণ করা।"
তিনি যখন 'এমি' পুরস্কার গ্রহণ করেন, তখন 'ফ্রি প্যালেস্টাইন' বলে তার অবস্থান প্রকাশ করেন। এ সম্পর্কে হা'রেৎজ লিখেছে, এই কাজটি আমেরিকার তরুণ ইহুদিদের মধ্যে ইসরায়েল সম্পর্কে দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ পরিবর্তনের লক্ষণ, যা আগের প্রজন্মের তুলনায় বেশ আলাদা।
পত্রিকাটি আরও জানায়, "হলিউডের ইহুদীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যারা প্রকাশ্যে ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখছে। তারা নিজেদের ও তাদের ধর্মকে এমন একটি সরকারের থেকে রক্ষা করতে চায়, যা তাদের মতে তাদের ক্ষতি করে।"
অন্যদিকে, ইসরায়েলি কনসেটের প্রাক্তন সভাপতি 'আভ্রাহাম বুর্গ' মন্তব্য করেছেন, "আমি ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য সমর্থন করি। যদি ইসরায়েল কোনো ভুল, বর্বরতা, নিষ্ঠুরতা বা অপরাধ করে, তবে তাকে বিচারের সম্মুখীন করা উচিত।"#
পার্সটুডে/এমএআর/২০