ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থা স্বাধীন দেশগুলোর জন্য বড় সুযোগ: ইরান
https://parstoday.ir/bn/news/world-i153252-ব্রিকস_ও_সাংহাই_সহযোগিতা_সংস্থা_স্বাধীন_দেশগুলোর_জন্য_বড়_সুযোগ_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-মন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থা বহু-পাক্ষিক সহযোগিতার ওপর ভিত্তি করে গঠিত, যা স্বাধীন দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২১, ২০২৫ ১৩:৪৬ Asia/Dhaka
  • কাজেম গারিবাবাদি
    কাজেম গারিবাবাদি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-মন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থা বহু-পাক্ষিক সহযোগিতার ওপর ভিত্তি করে গঠিত, যা স্বাধীন দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।

তিনি জানান, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কঠোর নিন্দা জারি করা হয়েছে। এটি ইরান ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছে।

গারিবাবাদি বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে বহু-পাক্ষিক সম্পর্ক জোরদারের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এখন আর বিশ্ব শুধু যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই।

গাজা যুদ্ধে অংশ নেওয়া ৩০ হাজার ইসরায়েলি সেনার তথ্য ফাঁস

আল জাজিরার 'মা খাফি আ’জাম' নামের একটি টিভি অনুষ্ঠান তাদের নতুন পর্বে প্রায় ৩০ হাজার ইসরায়েলি সেনা ও বিমান বাহিনীর সদস্যের নাম ও তথ্য প্রকাশ করেছে, যারা গাজা যুদ্ধে অংশ নিয়েছিল।

রিপোর্টে বলা হয়, খান ইউনিসের পূর্বাঞ্চলীয় খাজা গ্রাম পুরোপুরি ধ্বংস, গাজা শহরের কুদস হাসপাতালের পাশের টাওয়ার ধ্বংস, আল-ইসলাহ মসজিদে বিস্ফোরণ ও আশপাশের বাড়ি ধ্বংসের মতো বহু অপরাধের প্রমাণও প্রকাশিত হয়েছে।

কলম্বিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিন্দনীয়: কিউবা

কিউবা সরকার এক বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো'র প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও অভিযোগকে 'নতুন সাম্রাজ্যবাদী আক্রমণ' বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, লাতিন আমেরিকার দেশগুলো কলম্বিয়ার পাশে রয়েছে এবং এই হস্তক্ষেপ তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত।

ইউক্রেনের অবস্থান পরস্পরবিরোধী: পেসকভ

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘর্ষ বন্ধের বিষয়ে যে অবস্থান নিয়েছে, তা বিরোধপূর্ণ ও অস্পষ্ট এবং এতে শান্তিপূর্ণ সমাধানের কোনো সম্ভাবনা নেই।

জাপান সরকার পদত্যাগ করল

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সোমবার তার সরকারসহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমি আশা করি লিবারেল ডেমোক্র্যাট পার্টি নিজেদের ভেতরের বিভাজন দূর করতে পারবে।”

গত অক্টোবর থেকে দায়িত্বে থাকা ইশিবা গত এক মাস ধরে দলীয় ডানপন্থী গোষ্ঠীর চাপের মুখে ছিলেন।

তেল আবিবকে ইয়েমেনের হুঁশিয়ারি: চড়া মূল্য দিতে হবে

ইসরায়েলের গাজায় নতুন করে হামলার প্রেক্ষাপটে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল ওয়াহিদ আবুরাস সতর্ক করে বলেছেন, যদি গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করা হয়, ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে এবং আগের চেয়ে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যদি ইউক্রেনে শান্তিচুক্তি হয়, লন্ডন সেখানে সেনা পাঠাতে প্রস্তুত। তবে তিনি সেনার সংখ্যা বা অভিযানের বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প সরকারের অচলাবস্থা অব্যাহত

যুক্তরাষ্ট্রের সিনেটে সোমবার রাতে ট্রাম্প প্রশাসনের ২০তম দিনেও বাজেট বিল পাশ হয়নি।

সরকারি বাজেট ২১ নভেম্বর পর্যন্ত চালানোর রিপাবলিকান প্রস্তাব ৫০ ভোটে পক্ষে ও ৪৩ ভোটে বিপক্ষে পড়ে ব্যর্থ হয়, কারণ বিলটি পাসের জন্য কমপক্ষে ৬০ ভোট প্রয়োজন ছিল। ফলে সরকারি অচলাবস্থা (শাটডাউন) আরও দীর্ঘায়িত হচ্ছে।

অস্ট্রেলিয়াকে চীনের কঠোর সতর্কবার্তা

চীনের দক্ষিণ ফ্রন্টের বিমানবাহিনীর মুখপাত্র লি জিয়ানজিয়ান বলেছেন, অস্ট্রেলিয়ার একটি সামরিক P-8A বিমান চীনের আকাশসীমা লঙ্ঘন করেছে, যা গুরুতর উস্কানিমূলক কাজ।

তিনি সতর্ক করে বলেন, অস্ট্রেলিয়া যেন অবিলম্বে এসব অবৈধ ও উত্তেজনামূলক কার্যক্রম বন্ধ করে, কারণ এগুলো চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।#

পার্সটুডে/এমএআর/২১