জ্বালানি: ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার প্রধান অক্ষ
https://parstoday.ir/bn/news/world-i153644-জ্বালানি_ইরান_ও_রাশিয়ার_মধ্যে_সহযোগিতার_প্রধান_অক্ষ
পার্সটুডে - তেহরানের ইসলামিক কাউন্সিলের পরিচালনা পর্ষদের সদস্য ইরান ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
(last modified 2025-11-03T05:21:53+00:00 )
নভেম্বর ০২, ২০২৫ ১৭:০৩ Asia/Dhaka
  • তেহরানের ইসলামিক কাউন্সিলের পরিচালনা পর্ষদের সদস্য জাফরবান্দি শারাবিয়ানি
    তেহরানের ইসলামিক কাউন্সিলের পরিচালনা পর্ষদের সদস্য জাফরবান্দি শারাবিয়ানি

পার্সটুডে - তেহরানের ইসলামিক কাউন্সিলের পরিচালনা পর্ষদের সদস্য ইরান ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ইরানি প্রতিনিধিদলের মস্কো সফরের সময় টিভি ব্রিকসের সাথে এক সাক্ষাৎকারে তেহরানের ইসলামিক কাউন্সিলের পরিচালনা পর্ষদের সদস্য জাফরবন্দি শারাবিয়ানি ইরান ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। পার্সটুডে অনুসারে, তিনি বলেছেন যে সাম্প্রতিক সহযোগিতা, ব্রিকস গ্রুপের আকারে হোক বা দ্বিপাক্ষিকভাবে দেখায় যে এই দুটি দেশ একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা পালন করবে।

গত ২০ থেকে ৩০ বছর ধরে প্রযুক্তি, অর্থনীতি, অর্থ এবং নগর ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণের কথা উল্লেখ করে শারাবিয়ানি জোর দিয়েছেন যে জ্বালানি সাধারণ অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। তিনি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে এই সহযোগিতার একটি প্রধান উদাহরণ হিসাবে বিবেচনা করে বলেছেন যে এই প্রকল্পটি রাশিয়ান বিশেষজ্ঞদের সহায়তায় স্থাপন করা হচ্ছে। শারাবিয়ানি আশা প্রকাশ করেছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রটি শীঘ্রই সম্পূর্ণরূপে চালু হবে।

ইরান ও পশ্চিম এশিয়ার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ ১৯৭৫ সালে শুরু হয়। দীর্ঘ বিরতির পর, ইরান ও রাশিয়া ১৯৯২ সালে প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য সম্মত হয়। ২০১১ সালে, প্ল্যান্টের প্রথম ইউনিট চালু করা হয় এবং রোসাটম এখন দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট নির্মাণ করছে।

রোসাটমের মতে, ২০২৫ সালের সেপ্টেম্বরে, ইরান ও রাশিয়া ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এছাড়াও অক্টোবরে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ঘোষণা করেন যে এই প্ল্যান্টগুলোর স্থান চিহ্নিত করা হয়েছে এবং তিনি আশা করেন যে শীঘ্রই একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।#

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।