নাইজেরিয়ায় হামলা চালাতে চান ট্রাম্প; হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে মুসলিম-খ্রিস্টান
https://parstoday.ir/bn/news/world-i153724-নাইজেরিয়ায়_হামলা_চালাতে_চান_ট্রাম্প_হুমকির_বিরুদ্ধে_ঐক্যবদ্ধ_অবস্থানে_মুসলিম_খ্রিস্টান
পার্সটুডে- নাইজেরিয়ার মুসলিম ও খ্রিস্টান নাগরিকরা একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিয়ে দেশটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০৫, ২০২৫ ১৭:৫৪ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় হামলা চালাতে চান ট্রাম্প; হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে মুসলিম-খ্রিস্টান
    নাইজেরিয়ায় হামলা চালাতে চান ট্রাম্প; হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে মুসলিম-খ্রিস্টান

পার্সটুডে- নাইজেরিয়ার মুসলিম ও খ্রিস্টান নাগরিকরা একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিয়ে দেশটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে- ফরাসি সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, নাইজেরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিরুদ্ধে দেশটির মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে নাইজেরিয়ার সব নাগরিক বলেছেন, দেশটিতে সংঘাতের মূল কারণ ধর্ম নয়, বরং ভূমি ব্যবস্থাপনায় দুর্বলতা, দারিদ্র্য এবং সরকারি প্রতিষ্ঠানের অকার্যকারিতা। এই সমস্যার শিকার হচ্ছেন মুসলিম ও খ্রিস্টান উভয়ই।

আফ্রিকার জনবহুলতম দেশ নাইজেরিয়া প্রায় সমানভাবে দুটি অঞ্চলে বিভক্ত—দক্ষিণাঞ্চল খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এবং উত্তরাঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। প্লাটো অঙ্গরাজ্য এবং "মধ্য বেল্ট" নামে পরিচিত অঞ্চলে জমি ও সম্পদের মালিকানা নিয়ে মূলত খ্রিস্টান কৃষক এবং মুসলিম রাখালদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এসব সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে এবং বহু গ্রাম ধ্বংস হয়েছে।

গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে এবং এর প্রতিক্রিয়ায় তিনি সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা প্রস্তুত করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা সৈন্য পাঠাতে পারি বা বিমান হামলা চালাতে পারি—বিভিন্ন বিকল্প বিবেচনা করছি।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু বলেছেন, “ধর্মীয় সহাবস্থান আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।”#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।