লেবাননে যুদ্ধবিরতি ইসরায়েলের একটি মিডিয়া প্রদর্শনী: নেটিজেনদের মন্তব্য
-
লেবাননে যুদ্ধবিরতি ইসরায়েলের একটি মিডিয়া প্রদর্শনী: নেটিজেনদের মন্তব্য
পার্সটুডে- যখন পশ্চিমা গণমাধ্যমগুলো লেবাননে যুদ্ধবিরতির কথা বলছে, তখন ইসরায়েলি বিমানগুলো আবারও দক্ষিণ লেবাননের আবাসিক এলাকাগুলোতে আঘাত হেনেছে, যা প্রমাণ করে ইহুদিবাদী ইসরায়েল কোনো চুক্তির প্রতিই শ্রদ্ধাশীল নয়।
গতকাল শুক্রবার ভোরে “আল-তাবিয়াহ” ও “তাইরদবা” শহরগুলো ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের ব্যাপক হামলার লক্ষ্যবস্তু হয়। অথচ গত কয়েক মাস ধরে পশ্চিমা ও তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো লেবাননে যুদ্ধবিরতির প্রচারণা চালাচ্ছে।
পার্সটুডে জানিয়েছে, এক্স প্ল্যাটফর্মে সক্রিয় ব্যবহারকারীরা লেবাননের আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর বোমাবর্ষণের ছবি ও ভিডিও প্রকাশ করে লিখেছেন, “যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে লেবাননের সরকারের আস্থা রাখাটা কোনো সুফল আনেনি।”
অনেক এক্স ব্যবহারকারী ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলেছেন, লেবাননের আত্মরক্ষার ও পাল্টা প্রতিক্রিয়ার অধিকার রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীরা বিদ্রূপ করে লেবানন সরকারকে আহ্বান জানিয়েছেন- “চুপচাপ বসে থাকা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতি নিষ্ক্রিয়তা বন্ধ করুন; জনগণের অধিকারের পক্ষে দাঁড়ান।”
নিচে কিছু ব্যবহারকারীর মন্তব্য তুলে ধরা হলো—
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।