ইউরোপীয়রা মুদ্রাস্ফীতি নাকি নিরাপত্তা নিয়ে চিন্তিত?
-
ইউরোপীয়রা মুদ্রাস্ফীতি নাকি নিরাপত্তা নিয়ে চিন্তিত?
পার্সটুডে-নতুন একটি জরিপের ফলাফল বলছে যে, ফ্রান্সের বেশিরভাগ জনগণ বিশ্বাস করে তাদের দেশ সঠিক পথ থেকে দূরে সরে গেছে। ভুল পথে অগ্রসর হচ্ছে বলে ইপসোর সাম্প্রতিক জরিপে দেখা গেছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে, রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান অপরাধ ও সহিংসতার কারণে ইউরোপীয় দেশগুলির মধ্যে ফ্রান্সের জনগণের আস্থা সর্বনিম্ন স্তরে চলে গেছে।
পার্সটুডে জানিয়েছে, ৩০টি দেশে ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ ফরাসি জনগণ মনে করে, তাদের দেশ সঠিক পথ থেকে দূরে সরে গেছে। সেখানে প্রায় তিনজনের মধ্যে একজন বলেছেন, এই প্রবণতা 'অপরিবর্তনীয়'। তবে এই হতাশা কেবল ফ্রান্স একার নয়।
ইপসোসের জরিপে ইউরোপ জুড়ে হতাশার একটি বিস্তৃত ঢেউ ফুটে উঠেছে। তাদের প্রতিবেদনের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস (৮৩%), হাঙ্গেরি (৮০%), জার্মানি (৭৭%), ইতালি (৭৩%), যুক্তরাজ্য (৭৩%) এবং সুইডেন (৭২%) এবং এই ইউরোপীয় দেশগগুলোর বেশিরভাগ নাগরিক বিশ্বাস করে যে তাদের দেশ ভুল পথে এগিয়ে যাচ্ছে।
ইপসোসের জরিপ অনুযায়ী, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে, জীবনযাত্রার ব্যয় এখন আর ইউরোপীয়দের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার নয়। ২০২৫ সালের গ্রীষ্মে ইপসোসের জরিপ করা দেশগুলোর নাগরিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের তালিকায় লক্ষণীয় মোড় নিয়েছে। কারণ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় নয়, অপরাধ ও সহিংসতার দিকে ঝুঁকে পড়েছে (৩৩%) যা এখন প্রধান বৈশ্বিক উদ্বেগ। ইউরোপীয় দেশগুলোর মধ্যে, নিরাপত্তার বিষয়টি ফ্রান্স (৩৫%), জার্মানি (৩৫%), বেলজিয়াম (৩৩%) এবং বিশেষ করে সুইডেনে (৫৭%) সবচেয়ে উদ্বেগের বিষয়।
হাঙ্গেরিয়ানরা জনস্বাস্থ্য ব্যবস্থার অবস্থা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন, শতকরা (৬৩%)। ব্রিটিশ উত্তরদাতাদের শীর্ষ উদ্বেগের বিষয় হচ্ছে অভিবাসন নিয়ন্ত্রণ। সেখানে শতকরা (৪৪%) ভাগ মানুষ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
এরইমধ্যে ইউরোপে সামরিক সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেছে। সেখানে শীর্ষ উদ্বেগের তালিকায় এখন নবম স্থানে রয়েছে বিষয়টি যা ২০২৪ সালের অক্টোবরের তুলনায় ৩ শতাংশ বেশি। পোল্যান্ড এ বিষয়টিকে তাদের সবচেয়ে বড় জাতীয় উদ্বেগ হিসেবে দেখে। সেখানকার উত্তরদাতাদের মধ্যে শতকরা ৪৬% ভাগ মানুষ তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই চরমপন্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। শীর্ষ উদ্বেগের তালিকায় চরমপন্ধা ১২তম স্থানে উঠে এসেছে।#
পার্সটুডে/জিএআর/১২