রাশিয়া: সুরক্ষা ব্যবস্থা পশ্চিমাদের রাজনৈতিক অস্ত্র হওয়া উচিত নয়
ইরান: মানবাধিকার রক্ষাকারী হিসেবে কানাডার ভূমিকা অগ্রহণযোগ্য
পার্সটুডে – জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন এই আন্তর্জাতিক সংস্থার কাছে ইরান-বিরোধী প্রস্তাবের বিষয়ে কানাডিয়ান মিশনের মানবাধিকার দাবির প্রতি দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মিশন কানাডার মানবাধিকার দাবির প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, "কানাডার ভণ্ডামিপূর্ণ অতিরঞ্জন থেকে আমাদের মুক্তি দিন যে দেশটির হাজার হাজার আদিবাসী শিশুকে অজ্ঞাত কবরে সমাহিত করার এবং গভীর কাঠামোগত বর্ণবাদে নিমজ্জিত হওয়ার ইতিহাস সুপ্রসিদ্ধ। এখন ইরানের বিরুদ্ধে মানবাধিকারের বিশ্বব্যাপী রক্ষক হিসেবে নিজেদের জাহির করছে।" জাতিসংঘে ইরানি মিশন জোর দিয়ে বলেছে, "যদি মানবাধিকার একই পুরনো ধারাবাহিক অপরাধীদের হাতে ভূ-রাজনৈতিক হাতিয়ার না হয়ে দাঁড়াত, তাহলে কানাডাকেই কাঠগড়ায় বসে প্রস্তাবের ভারে ঘাম ঝরানো উচিত ছিল, মঞ্চে ভঙ্গি না দেখিয়ে!" কানাডিয়ান মানবাধিকার কমিশনের ইরান-বিরোধী প্রস্তাব যা প্রতি বছর ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে প্রস্তাবিত হয় বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে অনুমোদিত হয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোর মতোই বিপক্ষে এবং ভোটদানে বিরত থাকা ভোটের তুলনায় পক্ষে ভোটের সংখ্যা কম ছিল।
ক্রেমলিন মুখপাত্র: মস্কো আলোচনার জন্য প্রস্তুত
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেন সংকট সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার প্রস্তুতি ঘোষণা করে এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, মস্কো আলোচনার জন্য প্রস্তুত।
জাতিসংঘ নেতানিয়াহুর দক্ষিণ সিরিয়া সফরের নিন্দা জানিয়েছে
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দক্ষিণ সিরিয়া বাফার জোন পরিদর্শনের বিষয়ে আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন। ডুজারিক বলেছেন, "এই সফর সিরিয়ার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।"
রাশিয়া: সেফগার্ড ব্যবস্থা পশ্চিমাদের রাজনৈতিক অস্ত্র হওয়া উচিত নয়
ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি রোমান স্টেইনভ, গভর্নর বোর্ড কর্তৃক ইরান-বিরোধী একটি নতুন প্রস্তাব গৃহীত হওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে জোর দিয়ে বলেছেন যে আইএইএ সুরক্ষা ব্যবস্থা পশ্চিমা দেশগুলোর "রাজনৈতিক অস্ত্র" হওয়া উচিত নয়। স্টেইনভ বোর্ড অফ গভর্নরসের প্রতিবেদনের ত্রুটিগুলোর সমালোচনা করে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বলতাটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনব্যবস্থার দ্বারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সুরক্ষার অধীনে অবৈধ আক্রমণের স্পষ্ট নিন্দা না করা বলে মনে করেন।
ইহুদিবাদী শাসনব্যবস্থার সেনাবাহিনীতে চাকরি থেকে ইসরায়েলি সৈন্যদের ইস্তফা বাড়ছে
ইহুদিবাদী শাসনব্যবস্থার চ্যানেল ৭ টিভি প্রকাশ করেছে যে ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং লেবাননের মধ্যে সংঘাতের ক্রমবর্ধমান সম্ভাবনার প্রাক্কালে বিপুল সংখ্যক সেনা কর্মকর্তা চাকরি থেকে পদত্যাগ করার অনুরোধ করেছেন। এই সংকট সমাধানের জন্য শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছেন।#
পার্সটুডে/এমবিএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন