ইরান প্রতিদিন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে: ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি
https://parstoday.ir/bn/news/world-i154292-ইরান_প্রতিদিন_আগের_চেয়ে_আরও_শক্তিশালী_হয়ে_উঠছে_ব্রিগেডিয়ার_জেনারেল_শেকারচি
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সংস্কৃতি ও শীতল যুদ্ধ বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিদিনই এই অঞ্চলে আরও শক্তিশালী হয়ে উঠছ। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার অব্যাহত উন্নতির কথা তুলে ধরেন।
(last modified 2025-11-22T13:28:48+00:00 )
নভেম্বর ২২, ২০২৫ ১৪:৪৮ Asia/Dhaka
  • ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সংস্কৃতি ও শীতল যুদ্ধ বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি
    ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সংস্কৃতি ও শীতল যুদ্ধ বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সংস্কৃতি ও শীতল যুদ্ধ বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিদিনই এই অঞ্চলে আরও শক্তিশালী হয়ে উঠছ। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার অব্যাহত উন্নতির কথা তুলে ধরেন।

ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি গতকাল (শুক্রবার) মেহের নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি ও আরো উন্নতির পথে রয়েছে। তিনি এ বিষয়ে আরো বলেন, 'আমরা প্রতিদিন এগিয়ে যাচ্ছি। আমরা গতকালের চেয়ে  আজ অবশ্যই শক্তিশালী এবং আগামীকাল আজকের চেয়ে শক্তিশালী হব।'

পার্সটুডে লিখেছে, ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র কাঠামো প্রতিষ্ঠায় শহীদ জেনারেল হাসান তেহরানি-মোকাদ্দাম এবং শহীদ জেনারেল আমির আলী হাজিজাদেহসহ ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বিমান বাহিনীর শহীদ কমান্ডারদের নির্ণায়ক ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আরও বলেন, শহীদ তেহরানি-মোকাদ্দাম এই শক্তির রূপকার, তিনি ভিত্তি স্থাপন করেছিলেন এবং এ ক্ষেত্রে ইরানের উত্থানের জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন।

শহীদ তেহরানি-মোকাদ্দামের আদর্শিক বৈশিষ্ট্য এবং জিহাদি চেতনার ওপর জোর দিয়ে জেনারেল শেকারচি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচির চেয়েও গুরুত্বপূর্ণ এই শহীদের বিশ্বাস। আর সেই দৃঢ় বিশ্বাসই তাকে যেকোনো প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে সক্ষম করেছিল। আর আজ আমরা সেই বিশ্বাস এবং প্রচেষ্টার ফল প্রত্যক্ষ করছি।

পশ্চিমারা ইরানের সাথে পারমাণবিক কূটনীতিকে স্থবির করে দিয়েছে: রাশিয়া

ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরদের ইরান-বিরোধী প্রস্তাব গৃহীত হওয়ার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পশ্চিমাদের পদক্ষেপ ইরানের সাথে পারমাণবিক কূটনীতিকে স্থবির করে দিয়েছে এবং তারাই এই পরিস্থিতির জন্য দায়ী। উলিয়ানভ আরও বলেন, বোর্ড অফ গভর্নরদের প্রস্তাবের পরিণতি অদূর ভবিষ্যতে স্পষ্ট হবে।

বিবিসিতে ডোমিনোর পদত্যাগ

ইংল্যান্ড থেকেও খবর এসেছে যে, যুক্তরাজ্যের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের বা বিবিসি বোর্ড সদস্য শুমিত ব্যানার্জি তার সহকর্মীদের কাছে একটি চিঠিতে লিখেছেন, তিনি 'সংস্থার সর্বোচ্চ স্তরে প্রশাসনিক সমস্যার' কারণে পদত্যাগ করছেন। তিনি লিখেছেন, মহাপরিচালক টিম ডেভি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টেরেন্সের পদত্যাগের প্রক্রিয়া এবং ঘটনাবলী সম্পর্কে তার সাথে পরামর্শ করা হয়নি এবং এটিকে এই মিডিয়া আউটলেটের ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে গুরুতর দুর্বলতার লক্ষণ বলে মনে করেন।

ফ্রান্সে প্রতি ৭ ঘন্টায় একজন নারী নিহত হন অথবা আত্মহত্যা করেন

'মিপ্রোভ' (নারীদের সুরক্ষার জন্য ফরাসি মন্ত্রী পর্যায়ের প্রতিষ্ঠান) ২০ নভেম্বর বৃহস্পতিবার নারী সুরক্ষা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে,  ফ্রান্সে প্রতি ৭ ঘন্টায় একজন নারী হয় নিহত হন বা  হত্যার চেষ্টার শিকার হন অথবা আত্মহত্যার চেষ্টা করেন। আর এসব ঘটনা ঘটে তাদের বর্তমান কিংবা প্রাক্তন স্বামী/স্ত্রীর দ্বারা।

লেবাননের বিরুদ্ধে ১০,০০০ এরও বেশি ইসরায়েলি বিমান ও স্থল আক্রমণ রেকর্ড করা হয়েছে

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা UNIFIL বলেছে, ২০২৪ সালের শেষের দিকে ইহুদিবাদী সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে দেশটির বিরুদ্ধে ১০,০০০ এরও বেশি বিমান ও স্থল আক্রমণ রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে লেবাননের বিরুদ্ধে ৭,৫০০ বারেরও বেশি বিমান হামলা এবং ২,৫০০ স্থল আক্রমণ রেকর্ড করার কথা উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২২