বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সহযোগিতাই আমাদের নীতি: ইরানি নৌবাহিনী কমান্ডার
https://parstoday.ir/bn/news/world-i154418-বন্ধুপ্রতিম_দেশগুলোর_সঙ্গে_সহযোগিতাই_আমাদের_নীতি_ইরানি_নৌবাহিনী_কমান্ডার
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ-কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, এই বাহিনীর দৃষ্টিভঙ্গি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৬, ২০২৫ ১১:২০ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি
    রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ-কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, এই বাহিনীর দৃষ্টিভঙ্গি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

গতকাল (মঙ্গলবার) তিনি বলেছেন, ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ়তার সাথে নিজের উপস্থিতি জানান দিয়েছে এবং দূরবর্তী সমুদ্রে ইরানের স্বার্থ সফলভাবে রক্ষা করেছে। তিনি বলেন, এখন পর্যন্ত ১০৩টিরও বেশি ইরানি নৌবহর আন্তর্জাতিক জলসীমায় প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে দুটি নৌবহর সেই অঞ্চলে মিশন পরিচালনা করছে।

পার্সটুডে জানিয়েছে, সেনাবাহিনীর নৌ-কমান্ডার জানান, ইরানি নৌবাহিনীর নীতি হলো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সহযোগিতা, যা নৌপথের নিরাপত্তা ও সামুদ্রিক পরিবহন রুটগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

রাশিয়া পুরো ইউক্রেন দখল না করে বড় একটি সুবিধা দিয়েছে: ট্রাম্প

আরেকটি খবরে বলা হয়েছে, নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্টোরের সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমগ্র ইউক্রেন দখল থেকে বিরত থাকার মাধ্যমে রাশিয়া কিয়েভকে একটি বড় সুবিধা দিয়েছে। ট্রাম্প চুক্তি সম্পাদনের জন্য নির্ধারিত সময়সীমার কথা উল্লেখ করে সতর্ক করেন, ওই সময়ের মধ্যে চুক্তি না হলে ওয়াশিংটনের নীতি আমূল বদলে যেতে পারে।

ভেনেজুয়েলার প্রতিরক্ষায় আমরা বিজয়ী হব: মাদুরো

ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, আমরা চরম ডানপন্থী সাম্রাজ্যবাদী হুমকির মুখে আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। তিনি যোগ করেন, আমরা যেকোনো হুমকির বিরুদ্ধে ভেনেজুয়েলা রক্ষা করব এবং আমরা মাঠে বিজয়ী হব।

আমরা হিজবুল্লাহর পাশে থাকব: আনসারুল্লাহর মহাসচিব

প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে খবর পাওয়া গেছে যে, লেবাননের বিশিষ্ট প্রতিরোধ কমান্ডার হাইথাম আল-তাবাতাবাই'র শাহাদাতের ঘটনায় হিজবুল্লাহর মহাসচিবকে পাঠানো এক শোকবার্তায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইসরাইলি শত্রু কোনো অঙ্গীকার বা চুক্তি মেনে চলবে না, বিশেষত যখন তারা মার্কিন সমর্থন, সহায়তা ও আশ্রয় লাভ করে।

গাজার ৯৭% স্কুল ধ্বংস হয়েছে: ইউনিসেফ

গাজা থেকে প্রাপ্ত খবরে, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর ফিলিস্তিন কার্যালয়ের মুখপাত্র কাযিম আবু খালাফ জানিয়েছেন, গাজা উপত্যকার ৯৭% স্কুল ইহুদিবাদী বাহিনীর হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, "গত দুই বছরে গাজার ৬ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় কোনো শিক্ষা উপকরণ বা সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।"

পার্সটুডে/এমএআর/২৬