জার্মান চ্যান্সেলর ইসরায়েল সফরে যাচ্ছেন
https://parstoday.ir/bn/news/world-i154782-জার্মান_চ্যান্সেলর_ইসরায়েল_সফরে_যাচ্ছেন
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জ আজ ইসরায়েল সফরে যাচ্ছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন।
(last modified 2025-12-06T12:23:15+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৫ ১৮:১৯ Asia/Dhaka
  • ইসরায়েল সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর
    ইসরায়েল সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জ আজ ইসরায়েল সফরে যাচ্ছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন।

জার্মান জেডডিএফ নেটওয়ার্ক জানিয়েছে, দেশটির সরকারি মুখপাত্র আগেই ঘোষণা করেছিলেন যে চ্যান্সেলর ৬ ডিসেম্বর ইসরায়েল সফর করবেন। দায়িত্ব নেওয়ার পর এটাই ইসরায়েলে তাঁর প্রথম সরকারি সফর।

মেয়ার্জ নেতানিয়াহুর সাথে দেখা করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক, গাজায় যুদ্ধবিরতিসহ অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

এদিকে, জার্মান গ্রিন পার্টির নেতা চ্যান্সেলরকে এই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে খোলামেলা কথা বলার আহ্বান জানিয়েছেন।

জার্মান গ্রিন পার্টির নেতা ফ্রানজিস্কা ব্রান্টনার Franziska Brantner দেশটির সংবাদ সংস্থাকে বলেছেন: "এই বৈঠকে চ্যান্সেলরকে ইসরায়েলের সাথে তার প্রত্যাশার বিষয়গুলো স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।"

ব্রান্টনার আরও বলেন যে নেতানিয়াহুর নীতিগুলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় উল্লেখযোগ্যভাবে বাধা সৃষ্টি করেছে এবং বছরের পর বছর ধরে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানকে দুর্বল করেছে।

ব্রান্টনার আরও বলেন: "আমি আশা করি চ্যান্সেলর মিঃ নেতানিয়াহুর সাথে খোলামেলা কথা বলবেন।"

IRNA আরও জানিয়েছে, জার্মানি ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক, কিন্তু বিধ্বংসী গাজা যুদ্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার কৌশলের সমালোচনা করেছে বলে দাবি করেছে।

জার্মান সরকার সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। গত আগস্ট মাস থেকে এই পরিকল্পনা স্থগিত ছিল।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন