তেহরানে অনুষ্ঠিত হবে চতুর্থ ‘ইউরেশিয়া এক্সপো’; ৭ দেশকে আমন্ত্রণ
-
বৈঠকে অংশ নিয়েছেন প্রতিনিধিরা
পার্সটুডে- মস্কোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি তেহরানে অনুষ্ঠেয় চতুর্থ ‘ইউরেশিয়া এক্সপো’ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সাতটি দেশের বাণিজ্যিক কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন।
মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, আগামী দুই মাসের মধ্যে তেহরানে চতুর্থ ‘ইউরেশিয়া এক্সপো’ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের পাঁচ সদস্য দেশ রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে ইরান ও ইউরেশিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মস্কোতে অবস্থিত ইরান দূতাবাসের বাসভবনে আয়োজিত চতুর্থ ‘ইউরেশিয়া এক্সপো’ এবং ইরান–ইউরেশিয়া বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার উচ্চপর্যায়ের বৈঠকের সমন্বয় সভায় জালালি এ কথা বলেন। ওই সভায় ৫০ জনেরও বেশি রুশ অর্থনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন একটি আন্তঃরাষ্ট্রীয় অর্থনৈতিক জোট, যার সদস্য দেশ হলো বেলারুশ, কাজাখস্তান, রাশিয়া, কিরগিজস্তান ও আর্মেনিয়া। এই ইউনিয়নের সক্রিয় পর্যবেক্ষক সদস্য হলো ইসলামী প্রজাতন্ত্র ইরান, উজবেকিস্তান ও কিউবা। ইরান গত বছর পর্যবেক্ষক সদস্য হিসেবে এই ইউনিয়নে যোগ দিয়েছে।
মস্কোতে ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের আন্তঃরাষ্ট্রীয় পরিষদের বৈঠক
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের আন্তঃরাষ্ট্রীয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের পাঁচ সদস্য দেশের প্রধানমন্ত্রী ও সরকারপ্রধানরা অংশ নেন।
এই বৈঠকে তেহরানের পক্ষে পর্যবেক্ষক সদস্য হিসেবে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো ‘ইউরেশীয় অর্থনৈতিক রুট’ শিরোনামে সহযোগিতার একটি নতুন পর্যায়ে প্রবেশের প্রস্তুতির কথা জানায়।#
পার্সটুডে/এসএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন